১৫ অগাস্ট আসার প্রায় এক মাসেরও বেশি সময় আগে উত্তরপ্রদেশের বুক থেকে গ্রেফতার করা হল দুই আলকায়দা জঙ্গিকে। এদিন লখনউয়ের প্রত্যন্ত এলাকা কাকোরিতে একটি বড়সড় অভযান চালিয়ে এই গ্রেফতারি হয়। এদিন উত্তর প্রদেশ জঙ্গি দমন শাখার পুলিশের জালে এই দুই জঙ্গি ধরা পড়ে।
উত্তর প্রদেশ এটিএসের প্রধান জিকে গোস্বামীর নেতৃত্বাধীন দল এদিনের এই অভিযান চালিয়েছে। জানা যায়, এলাকায় পুলিশ ঢোকার খবর আগেই পৌঁছে যায় ওই দুই সন্দেহজনক জঙ্গির কাছে। এরপর এলাকার শাহিদ নামের জনৈক ব্যক্তির বাড়িতে তারা আশ্রয় নেয়। এদিকে জানা গিয়েছে, গত ওক সপ্তাহ ধরে পুলিশ এই দুই জঙ্গিকে খুঁজছে। গত ১৫ বছর ধরে এই শাহিদের বাড়িতে অন্যতম সন্দেহভাজন জঙ্গি ওয়াসিম বসবাস করত। বাড়ির মধ্যেই ছিল মোটর গ্যারেজ। বাইরে থেকে দেখে এই বাড়িটি নিয়ে সন্দেহের অবকাশ ছিল না বলেই দাবি স্থানীয় সূত্রের।
এখনও পর্যন্ত ধৃত জঙ্গিদের নাম জানায়নি পুলিশ। জানা গিয়েছে ঘটনাস্থল থেকে প্রেশার কুকার বম্ব, ডিটোনেটর, ৬ থেকে ৭ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার হয়েছে। এলাকায় প্রবল নিরাপত্তা বেষ্টনী রয়েছে। গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে দুই জঙ্গিকে জেরার পরই তাদের নাম পুলিশ সামনে আনতে পারে। প্রসঙ্গত, কাশ্মীরেও এদিন এক তল্লাশি অভিযানে ৫ জনকে আটক করেছে এআইএ। এদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অভিযোগ রয়েছে।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!