জঙ্গি হামলার ছক বানচালের পরেই উত্তর প্রদেশে জারি সতর্কতা, ৬ জেলায় বাড়তি নজর

রবিবার জঙ্গি মডিউলের (terror module) খোঁজ পাওয়ার পরে উত্তর প্রদেশের (uttar pradesh) কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রাজধানী লখনৌ-এর কমিশনারেটও রয়েছে। রাজ্যের ছটি জেলায় নজরদারি কথাও বলা হয়েছে। উত্তর প্রদেশ এটিএস (up ats) -এর দাবি পরপর কয়েকদিন ধরে হামলার পরিকল্পনা করা হয়েছিল।

এডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার বলেছেন, উত্তর প্রদেশ পুলিশের এটিএস এদিন একটি বড় জঙ্গি মডিউলের খোঁজ পেয়েছে। অল কায়েদা আনসার ঘাজাওয়াত উল হিন্দের সঙ্গে সম্পর্ক যুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদিন উত্তর প্রদেশের এটিএস লখনৌ-এর দুটি জায়গায় তল্লাশি চালায়। যদিও তল্লাশি চালানোর আগেই সাতজনের মধ্যে পাঁচজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গিয়েছে। যার জেরে লখনৌ এবং সংলগ্ন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য।
যেসব জেলাগুলিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বলা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে হারদৈ, সীতাপুর, বারাবাঁকি, উন্নাও, রায়বরেলি এবং পশ্চিম উত্তর প্রদেশ।
উত্তর প্রদেশ এটিএস-এর তরফ থেকে দাবি করা হয়েছে, ডগ স্কোয়াডের সাহায্য নিয়ে বিস্ফোরক এবং বিদেশে তৈরি একাধিক পিস্তল উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুটি প্রেসার কুকার বম্বও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বম্বগুলিকে বম্ব ডিজপোজাল স্কোয়াডের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিন যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন মাসিরউদ্দিন এবং মীনহাজ। সূত্রের খবর অনুযায়ী, এটিএস এদিন আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালায়। তার মধ্যে রয়েছে মীনহাজ-এর বাবা সিরাজের বাড়িতেও।
উত্তর প্রদেশ পুলিশের এটিএস-এর আইডি জিকে গোস্বামী বলেছেন, উত্তর প্রদেশ-সহ লখনৌতে সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা করা হয়েছিল। জঙ্গিদের সঙ্গে কাশ্মীরের যোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে। এরা স্লিপার সেল হলেও, এখন তারা সক্রিয়। প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। জিকে গোস্বামী আরও দাবি করেছেন, জঙ্গিরা পরপর কয়েকদিন ধরে হামলার পরিকল্পনা করেছিল।

বাংলা থেকে দিল্লির ছায়া সরাচ্ছে আরএসএস, নেতৃত্বে বড় পরিবর্তনবাংলা থেকে দিল্লির ছায়া সরাচ্ছে আরএসএস, নেতৃত্বে বড় পরিবর্তন

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More UTTAR PRADESH News  

Read more about:
English summary
Alert has been issued in parts of UP after ATS uncovers big terror module