আর্জেন্তিনার কোপা আমেরিকা জয়ে উচ্ছসিত টলিউড, ফুটবল প্রেম দেখা গেল সোশ্যাল মিডিয়া জুড়ে

করোনা আবহে বাড়িতে বসে ফুটবল খেলা দেখার আমেজ একেবারে অন্যরকম। তার ওপর এ বছরের কোপা আমেরিকার ফাইনাল বাঙালির মন এক ঝটকায় জয় করে নিয়েছে। শনিবার ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। ২৮ বছরের ট্রফি খরা কাটল আর্জেন্তিনার। ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল মেসিরা। সেটাই ছিল দিয়েগো মারাদোনার দেশের বড় মঞ্চে শেষ আন্তর্জাতিক ট্রফি। কোপা আমেরিকায় আর্জেন্তিনার জয় যেন প্রয়াত মারাদোনার প্রতি শ্রদ্ধার্ঘ।

বাঙালি মানেই ফুটব প্রেম রক্ত রক্তে। আর আর্জেন্তিনার প্রতি তাঁদের ভালোবাসা অন্য এক মাত্রায়। তাই শনিবার কোপা আমেরিকা জেতার পর নিজেদের আবেগ চেপে রাখতে পারেননি অনেক টলিউড তারকাই। অনেকেই তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টে আর্জেন্তিনা জয় লাভ করার পর ছবি ও লেখা পোস্ট করেছেন।

সৃজাত

কবি সৃজাত লেখালেখির পাশাপাশি সমানভাবে ফুটবলেরও ভক্ত। কোপা আমেরিকা চলাকালীন রাত জেগে খেলা দেখা মিস করেননি তিনি। শনিবার আর্জেন্তিনা জেতার পর তাদের ট্রফি নিয়ে একটি ছবি পোস্ট করে সৃজাত। ক্যাপশনে লেখেন, ‘‌কোপার নিকাশ'‌।

জয় সরকার

সঙ্গীতকার জয় সরকারও ভীষণ খুশি আর্জেন্তিনা জেতায়। তিনি ফেসবুকে লিখেছেন ‘‌অভিনন্দন মেসি!‌ খুব খুশি তোমার জন্য'‌।

অনিন্দিতা রায়চৌধুরি

টেলি তারকা অনিন্দিতা রায়চৌধুরিও ফুটবলের ভক্ত। তিনি ও আর্জেন্তিনা জয়ের ছবি দিয়ে রঙীন হার্টের ইমোজি দিয়েছেন।

পরমব্রত চট্টোপাধ্যায়

শনিবার কোপা ফাইনালে আর্জেন্তিনা জেতায় অত্যন্ত খুশি হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। মেসি সহ দলের উল্লাসের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘‌১৯৯৩ সাল থেকে অপেক্ষা করে এসেছি, আর কোনও ভাষার প্রয়োজন নেই।'‌

মৈনাক ব্যানার্জী

অভিনয়ের পাশাপাশি ফুটবলের প্রতি দারুণ প্রেম রয়েছে তাঁর। মৈনাকের সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই আর্জেন্তিনার জয়গান। তিনি পোস্টে লিখেছেন, ‘‌ভালো খেলেছো নেইমার ও ব্রাজিল কিন্তু অবশেষে এটা আর্জেন্তিনার দিন ছিল, ভামোস আর্জেন্তিনা'‌। তিনি হার্ট ইমোজিও দিয়েছেন তবে মেসির প্রতি তাঁর আক্ষেপ তিনি কেন একটা গোলও দিলেন না।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More LIONEL MESSI News  

Read more about:
English summary
happy Tollywood stars to winArgentina in Copa America 2021 final