সৃজাত
কবি সৃজাত লেখালেখির পাশাপাশি সমানভাবে ফুটবলেরও ভক্ত। কোপা আমেরিকা চলাকালীন রাত জেগে খেলা দেখা মিস করেননি তিনি। শনিবার আর্জেন্তিনা জেতার পর তাদের ট্রফি নিয়ে একটি ছবি পোস্ট করে সৃজাত। ক্যাপশনে লেখেন, ‘কোপার নিকাশ'।
জয় সরকার
সঙ্গীতকার জয় সরকারও ভীষণ খুশি আর্জেন্তিনা জেতায়। তিনি ফেসবুকে লিখেছেন ‘অভিনন্দন মেসি! খুব খুশি তোমার জন্য'।
অনিন্দিতা রায়চৌধুরি
টেলি তারকা অনিন্দিতা রায়চৌধুরিও ফুটবলের ভক্ত। তিনি ও আর্জেন্তিনা জয়ের ছবি দিয়ে রঙীন হার্টের ইমোজি দিয়েছেন।
|
পরমব্রত চট্টোপাধ্যায়
শনিবার কোপা ফাইনালে আর্জেন্তিনা জেতায় অত্যন্ত খুশি হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। মেসি সহ দলের উল্লাসের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘১৯৯৩ সাল থেকে অপেক্ষা করে এসেছি, আর কোনও ভাষার প্রয়োজন নেই।'
মৈনাক ব্যানার্জী
অভিনয়ের পাশাপাশি ফুটবলের প্রতি দারুণ প্রেম রয়েছে তাঁর। মৈনাকের সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই আর্জেন্তিনার জয়গান। তিনি পোস্টে লিখেছেন, ‘ভালো খেলেছো নেইমার ও ব্রাজিল কিন্তু অবশেষে এটা আর্জেন্তিনার দিন ছিল, ভামোস আর্জেন্তিনা'। তিনি হার্ট ইমোজিও দিয়েছেন তবে মেসির প্রতি তাঁর আক্ষেপ তিনি কেন একটা গোলও দিলেন না।