তৃণমূল ফিরে আসার জন্য লম্বা লাইনে অপেক্ষায়
ভোট পরবর্তী সময়ে রাজ্যজুড়ে তো তৃণমূলে যোগদান লেগেই রয়েছে। অনেকে আবার তৃণমূল ফিরে আসার জন্য লম্বা লাইনে অপেক্ষায় রয়েছেন। তৃণমূল এবার ভিনরাজ্যর দিকে পাখির চোখ করেছে। সেই লক্ষ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুব সভাপতির পদ থেকে সরিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে।
একুশে জুলাই তৃণমূলে যোগ দিতে পারেন বিহারীবাবু
তিনি সাফ জানিয়েছিলেন, এবার তাঁদের লক্ষ্যে দিল্লির মসনদ। সেইজন্য ভিনরাজ্যে সাম্রাজ্য বিস্তার করাই তৃণমূলের লক্ষ্য। সেই লক্ষ্য যে তাঁরা একেবারে বসে নই, তার প্রমাণ মিলবে একুশে জুলাইয়ের মঞ্চে। একুশে জুলাই তৃণমূলে যোগ দিতে পারেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা। তা নিয়ে এখন থেকে সাজো সাজো রব রাজনৈতিক মহলে
শত্রুঘ্ন সিনহা তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন
বিজেপির প্রাক্তন সাংসদ-মন্ত্রী যশবন্ত সিনহা আগেই যোগ দিয়েছিলেন তৃণমূলে। এবার আর এক বিজেপির প্রাক্তন সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন। বিজেপি ছেড়ে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এরপর তৃণমূলের ব্রিগেট সমাবেশে তিনি এসেওছিলেন। আবার মমতার হ্যাটট্রিকের পর অভিনন্দনও জানিয়েছিলেন।
যশবন্ত সিনহার পর তাই শত্রুঘ্ন সিনহাকে টার্গেট
অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক হওয়ার পর বলেছিলেন, তাঁদের লক্ষ্য শুধু অন্য রাজ্যে নির্বাচনে অংশ নেওয়া নয়। তাঁদের সংগঠন বাড়ানোর পিছনে মূল লক্ষ্য জয়। টার্গেট রেখেই এগোতে চাইছেন অভিযেক। যশবন্ত সিনহার পর তাই শত্রুঘ্ন সিনহাকে তৃণমূলে যোগদান করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভিন রাজ্যের সংগঠনে কাজে লাগাতে চায় তৃণমূল
শত্রঘ্ন সিনহার সঙ্গে তৃণমূলের সম্পর্ক বরাবরই ভালো। বর্তমানে তিনি কট্টর বিজেপি বিরোধী। ফলে তাঁকে ভিন রাজ্যের সংগঠনে কাজে লাগাতে চায় তৃণমূল কংগ্রেস। বিহারের পাশাপাশি উত্তরপ্রদেশে সংগঠন বিস্তারে মন দিয়েছে তৃণমূল। যশবন্ত-শত্রুঘ্ন সিনহাদের নিয়ে সেই কাজ সেরে ফেলতে উদ্যোগী অভিষেক।
একাধিক বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিতে চান
শুধু ভিনরা্জ্যের নেতা-নেত্রীরাই নন, এ রাজ্যেরও একাধিক বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিতে চান বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে প্রশান্ত কিশোরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বৈঠক হয়েছে। সংগঠন বাড়ানোর পাশাপাশি কোন নেতাদের নেওয়া হবে, কাদের নেওয়া হবে না, তা নিয়েও সবিস্তারে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।