প্রথম সেটে বেরেত্তিনির জয়
উইম্বলডন ফাইনালের প্রথম সেটে দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। মোকাবিলা জেতেন মাত্তেও বেরেত্তিনি। প্রথম সেট ৭-৬(৭-৪) ফলাফলে শেষ হয়। হেরে গেলেও নোভাক জকোভিচের লড়াই দেখে টেনিস প্রেমীরা মুগ্ধ হন।
ফিরে এলেন জকোভিচ
ম্যাচের দ্বিতীয় সেটেই ফিরে আসেন নোভাক জকোভিচ। ওই মোকাবিলা প্রাধান্য নিয়েই জেতেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ৬-৪ ফলাফলে ওই জেতেন সার্বিয়ান তারকা। তৃতীয় সেটেও জকোভিচকে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা দিতে পারেননি মাত্তেও বেরেত্তিনি। ওই মোকাবিলাও ৬-৪ গেমে জেতেন জকোভিচ।
তৃতীয় সেটে নোভাকের দাপট
ম্যাচের তৃতীয় সেটেও দাপট দেখান নোভাক জকোভিচ। কেন তিনি বিশ্বের এক নম্বর টেনিস তারকা, তা আরও একবার প্রমাণ করলেন সার্বিয়ান তারকা। তুলনায় অনভিজ্ঞ মাত্তেও বেরেত্তিনির থেকে ধীরে ধীরে ম্যাচ কেড়ে নেন জকোভিচ। প্রতিপক্ষের দুটি সার্ভিস ব্রেক করেন নোভাক। ৬-৩ ফলাফলে তিনি ওই সেট এবং ম্যাচ জেতেন।
ফেডেরার-নাদালের সমান
ষষ্ঠ বারের জন্য উইম্বলডন খেতাব জিতলেন নোভাক জকোভিচ। একই সঙ্গে এটি তাঁর কেরিয়ারের ২০তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। ধরে ফেললেন কিংবদন্তি রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে। যাঁরা এর আগেই ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে বসে রয়েছেন। ৯ বার অস্ট্রেলীয় ওপেন, দুই বার ফরাসি ওপেন ও তিন বার ইউএস ওপেন জিতেছেন নোভাক জকোভিচ। উল্লেখ্য ২০১৯ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন সার্বিয়ান তারকা। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্টের ২০২০ সালের সংস্করণ বন্ধ করা হয়েছিল। সেভাবে দেখলে টানা দ্বিতীয় বারের জন্য উইম্বলডন খেতাব জিতলেন নোভাক।