বাংলা থেকে দিল্লির ছায়া সরাচ্ছে আরএসএস, নেতৃত্বে বড় পরিবর্তন

বাংলায় ২০০ আসন না পেলেও গেরুয়া শিবির তাদের আসন সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৭৭ করতে পেরেছে। কিন্তু গাছের ছাল বদল করে যেমন কোনও কাজ হয় না, ঠিক তেমনই অন্য দল থেকে নেতা নিয়ে কাজের কাজ করতে পারেনি গেরুয়া শিবির। যার জেরে বাংলা (west bengal) থেকে দিল্লির ছায়া সরাতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আরএসএস (rss)।

শুক্রবার থেরে উত্তরপ্রদেশ এবং মধ্য প্রদেশের সীমান্ত চিত্রকূটে শুরু হয় সঙ্ঘের অখিল ভারতীয় প্রান্ত প্রচারক সভা। সেই বৈঠকে হাজির ছিলেন সঙ্ঘ প্রধান মোহত ভাগবত। ছিলেন, পশ্চিমবঙ্গের দায়িত্ব প্রাপ্ত নেতারাও। পুরো আলোচনার বিষয় জানা না গেলেও, পশ্চিমবঙ্গে আরএসএস-এর নেতৃত্বে বড় পরিবর্তন আনার কথা জানা গিয়েছে।

প্রদীপ যোশীকে পূর্ব ক্ষেত্র প্রচারকের দায়িত্ব থেকে সরিয়ে অখিল ভারতীয় সহ সম্পর্ক প্রমুখ করা হয়েছে।
রমাপদ পালতে পূর্ব ক্ষেত্র প্রচারক পদে আনা হয়েছে। এক্ষেত্রে পূর্ব ক্ষেত্র বলতে পশ্চিমবঙ্গ ছাড়াও, ওড়িশা ও আন্দামানকে বোঝায়। জলধর মাহাতোকে কলকাতার সহ ক্ষেত্র প্রচারক করা হয়েছে। প্রশান্ত ভট্টকে দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের কার্যনির্বাহী জিজ্ঞা বসুকে একই পদে রাখা হয়েছে। দক্ষিণবঙ্গ বলতে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান সহ পার্শ্ববর্তী জেলাকে বোঝায়।

সূত্রের খবর অনুযায়ী, ২০২১-এ বিজেপির ফল আশানুরূপ না হওয়ায় ২০২৪-এর দিকে তাকিয়ে সঙ্ঘকে রাখা হচ্ছে। পাশাপাশি রাজ্যে আরএসএস-এর সদর দফতর কেশব ভবন এবং বিজেপি দফতর মুরলিধর সেন লেনের মধ্যে সমন্বয় যাতে আরও বাড়ানো হয় সেব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এব্যাপারে আরএসএস কিংবা বিজেপির তরফে কোনও বক্তব্যই পাওয়া যায়নি। আরএসএস-এর দাবি চিত্রকূটে সঙ্ঘের বার্ষিক কর্মসূচি ছিল, সেখানে রাজনীতি নিয়ে আলোচনা হয়নি।

উদ্ধার জিহাদি লিফলেট-ডায়েরি, ধৃত ৩ জেএমবি জঙ্গিকে জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্যউদ্ধার জিহাদি লিফলেট-ডায়েরি, ধৃত ৩ জেএমবি জঙ্গিকে জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More RSS News  

Read more about:
English summary
Decision to change in West Bengal RSS leadership
Story first published: Sunday, July 11, 2021, 22:49 [IST]