পেট্রোল পাম্পে কুণাল ঘোষ
এদিন কাঁকুড়গাছিতে তৃণমূলের কর্মসূচিতে হাজির হয়েছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে। সেখানে গিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষও। তিনি সেই কর্মসূচি থেকেই চলে যান পাশের পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পের কর্মীদের কাছে গিয়ে বলেন, তিনি হিন্দু। জয় শ্রী রাম বলতে রাজি। সেক্ষেত্রে কি পেট্রোল সস্তায় পাওয়া যাবে, প্রশ্ন করেন তৃণমূলের ওই মুখপাত্র।
বিজেপিকে কটাক্ষ
কুণাল ঘোষ এরপরে বিজেপির উদ্দেশে কটাক্ষ করে বলেন, যাঁরা বিজেপিকে ভোট দিলেন, জয় শ্রীরাম স্লোগান দিলেন, তাঁরা কিন্তু পেট্রোল কিংবা রান্নার গ্যাস সস্তায় পাবেন না। তাঁর অভিযোগ, বিজেপি বরাবর মানুষকে ভুল বুঝিয়েছে। গেরুয়া শিবির মানুষের পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ করেছেন কুণাল।
বিজেপির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
তিনি বলেন, ২০১৯- থেকে বিজেপির হাতিয়ার এনআরসির। তারা বলছে মতুয়াদের নাগরিকত্ব দেবে। কিন্তু মতুয়ারা যদি নাগরিক না হন, তাহলে বনগাঁ থেকে শান্তনু ঠাকুর কী ভাবে নির্বাচিত হলে, আর তাঁকে কীভাবে মন্ত্রী করা হল, প্রশ্ন করেন তিনি। তাঁর অভিযোগ বিজেপি বিভ্রান্তি ছড়িয়ে চলেছে।
চার মন্ত্রীর মন্ত্রীত্ব নিয়ে কটাক্ষ করেছিলেন কুণাল
সাম্প্রতিক সময়ে রাজ্য থেকে কেন্দ্রে মন্ত্রী হওয়া চারজনকে নিয়ে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। তিনি বলেছিলেন, প্রতিমন্ত্রী করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। কটা করে তিনি বলেছিলেন, দামি মানিব্যাগে রাখলে অচল পয়সা কি আর সচল হয়? পাশাপাশি তিনি প্রশ্ন করেছিলেন বাবুল সুপ্রিয় কিংবা দেবশ্রী চৌধুরী বাংলা কী দিতে পেয়েছেন। যে অঙ্কে চারজনকে মন্ত্রী করা হয়েছে, ২০২৪-এর ভোটে সেই অঙ্ক মিলবে না বলেও মন্তব্য করেছিলেন তিনি।
সরকারি জমিতে কেন্দ্রীয় প্রকল্পে ঘর তৈরির অভিযোগ, উত্তরবঙ্গের জেলায় তীব্র দ্বন্দ্ব তৃণমূলের অন্দরে