মহাকাশ ভ্রমণে (space tourism) ব্রিটিশ বিলিওনিয়ার রিচার্ড ব্রানসন (richard branson)। ইউনিটি ২২ ফ্লাইটে মহাকাশে যান তিনি। সঙ্গে পাঁচ যাত্রী। তাঁদের মধ্যে ছিলেন সিরিশা বান্ধলা। স্পেশ ট্যুরিজিম-এর প্রাপ্তি নিয়ে অপেক্ষায় থাকতে হবে। যাত্রার আগে ব্রানসন বলেছেন, মহাকাশ ভ্রমণের স্বপ্নকে তিনি সফল করে তুলতে চাইছেন, সবার জন্য। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা মহাকাশে পৌঁছে গিয়েছেন।
কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন ভার্জিন গ্যালাকটিক কী।
ভার্জিন গ্যালাকটিক আমেরিকার একটি স্পেশ ফ্লাইট কোম্পানি। যার স্থাপন করেছেন রিচার্ড ব্রানসন। ভার্জিন গ্রুপে তাঁর শেয়ার রয়েছে ২৪ শতাংশ। এই সংস্থা বাণিজ্যিক মহাকাশযানের ব্যবস্থা করেছে। ২০২০ সালে রিচার্ড প্রথম যাত্রী মহাকাশযানের চিন্তা করেন। এর আগে এই কোম্পানি উপগ্রহ উৎক্ষেপণ নিয়ে কাজ করেছে।
স্পেশপোর্ট থেকে বেরিয়ে ইউনিটি ফ্লাইটটি মোজাভে ডেজার্ট থেকে রিচার্ড ব্রানসনকে নিয়ে উড়ে পৃথিবী পৃষ্ঠের বাইরে প্রায় ৯০ কিমি দূর পর্যন্ত গিয়েছে।
টেকঅফের পরে ভিএসএস ইউনিটি স্পেশসিপ থেকে ইউনিটি বেরিয়ে আসে। এরপর ব্রানসন এবং তাঁর সহযাত্রীদের ৫৫ মাইল উচ্চতায় পাঠিয়ে দেয়। রিছু সময়ের জন্য তাঁদের ওজনহীনতা অনুভব করেন।
এরফর ফেরার সময় বিমানটি একেবারে সাধারণ বিমানের মতো স্পেশপোর্ট আমেরিকায় নামবে। এই যাত্রার একটাই উদ্দেশ্য মহাকাশ ভ্রমণকে উৎসাহ দেওয়া। ব্রানসন তাই সম্ভাবনাময় ক্ল্যায়েন্টদেরই বেছে নিতে চাইছেন। এই মিশনের লাইভ স্ট্রিমিং করছেন স্টিফেন কোলবার্ট।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!