৩৫৪ কিলো হেরোইন যার বাজার মূল্য প্রায় ২৫০০ কোটি টাকা, ভারতের অভ্যন্তরে পাচারের চেষ্টা চালাচ্ছিল আন্তর্জাতিক মাদক পাচার চক্র৷ এই মাদকপাচারই আটকে দিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল৷ আটক করা হয়েছে ৩৪৫ কেজি হেরোইন-ই৷ এই ঘটনায় জড়িত থাকার অপরাধে চার ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ৷
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এটি ভারতের সবচেয়ে বড় মাদক পাচারগুলির একটি৷ কিন্তু এই পরিমান মাদক পাচারের কী উদ্দেশ্য থাকতে পারে? পুলিশের পক্ষ থেকে বলা হয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে এই
'নার্কো-টেররিজম' বা 'মাদক-সন্ত্রাস'এর সঙ্গে কোনভাবে জড়িত কিনা এই বিষয়টি৷
দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসার নীরজ ঠাকুর একটি সাংবাদিক সম্মেলনে জানান আফগানিস্তান থেকে এই মাদক প্রথমে মুম্বইয়ে আনা হয়েছিল। তারপর সেই মাদক রাতের অন্ধকারে জলপথে ও সড়ক পথে দিল্লি পর্যন্ত পৌঁছানো হয়৷ দিল্লি থেকে মধ্যপ্রদেশ শিবপুরিতে একটি ফ্যাক্টরিতে এই হেরোইনগুলি বিক্রিয়যোগ্য করা হত৷ এ জন্য সেখানে একটি বাড়িও ভাড়া নেওয়া হয়েছিল৷ এরপর সেই ড্রাগ পাচার করা হত পাঞ্জাবে৷
নীরজ আরও জানিয়েছেন এই মাদকপাচার কেসে চারজনকে গ্রেফতার করা হয়েছে দিল্লি ও হরিয়ানা থেকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে এই মাদক পাচার চক্রের পান্ডা আফগানিস্তানে থাকলেও এই ড্রাগ পাচারে পাকিস্তান থেকে টাকা লাগানো হয়েছিল৷ গতমাসেও এরকমই প্রায় হাজার ২৪৫ কেজি মাদক দ্রব দিল্লিতে আটক করেছিল স্পেশাল সেল৷
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!