|
বিসিসিআই
ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য তথা ভারতের হয়ে ২৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩২১৪ রান করা সুনীল গাভাসকরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দশ হাজার রান করা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে গর্ব বলেও উল্লেখ করেছে ভারতীয় বোর্ড।
|
জয় শাহ
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকরকে ৭২তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জয় শাহ। এক টুইট বার্তায় বিসিসিআই সচিব লিখেছেন যে বাঘের মতো হৃদয় নিয়ে বিশ্বের তাবড় ফাস্ট বোলারদের সুনীল গাভাসরকর যেভাবে ফেস করতেন, তার তুলনা হয় না।
|
বীরেন্দ্র শেহওয়াগ
শুক্রবার রাতেই সুনীল গাভাসকরকে উদ্দেশ করে একটি টুইট করেন বীরেন্দ্র শেহওয়াগ। যেখানে তিনি লেখেন যে ৭, ৮ ও ১০ জুলাই যথাক্রমে এমএস ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায় ও সুনীল গাভাসরকরের জন্মদিন। ৯ জুলাই কোনও ব্যক্তিত্ব জন্মদিন না হওয়ায় সেখানে কোনও নতুন ভারতীয় অধিনায়কের উদয় হবে বলে আশা শেহওয়াগের। আজ সকালে সুনীল গাভাসকরের একটি মজাদার ভিডিও পোস্ট করেছেন বীরু। কিংবদন্তির বক্তব্যকেই কোট করে টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার লিখেছেন 'চল ফুট'। একই সঙ্গে সানি ভাইকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন শেহওয়াগ।
|
ভিভিএস লক্ষ্মণ
সুনীল গাভাসকরকে নিজের আইডল ও অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন ভিভিএস লক্ষ্মণ। কিংবদন্তিকে ৭২তম জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন ভেরি ভেরি স্পেশাল।
|
ওয়াসিম জাফর
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকরকে ৭২তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ওয়াসিম জাফর। গাভাসকরের ক্রিকেট শিক্ষক বলেও আখ্যা দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার।