১০৮ রানে ৪ উইকেট থেকে ১২৭ রানে অল আউট, অজিদের অভূতপূর্ব ব্যাটিং বিপর্যয়

১০৮ রানে ৪ উইকেট থেকে ১২৭ রানে অল আউট, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভূতপূর্ব বিপর্যয়ের সম্মুখীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উল্টে কার্যত হেরে যাওয়া ম্যাচ ১৮ রানে জিতে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে এগিয়ে গেলেন আন্দ্রে রাসেলরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত বোলিং করলেন ওবেদ ম্যাককয়।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি২০তে টসে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। হোম দলকে ব্যাট করতে পাঠায় অ্যাওয়ে টিম। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ২৮ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। তিনটি চার ও পাঁচটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেনে জশ হ্যাজেলউড।

হেরে গিয়েছে অস্ট্রেলিয়া

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৩১ বলে ৫১ রান করেও দলকে জেতাতে ব্যর্থ হন মিচেল মার্শ। পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকান ডান হাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট নেন ওবেদ ম্যাককয়। ৩ উইকেট নিয়েছেন হেডেন ওয়ালস জুনিয়র। ২ উইকেট নিয়েছেন ফ্যাবিয়ান অ্যালান।

ব্যাটিং বিপর্যয়

একটা সময় ৪ উইকেট হারিয়ে ১০৮ রানে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। দুর্দান্ত ব্যাটিং করছিলেন মিচেল মার্শ। সেখান থেকেই আচমকা ব্যাটিংয়ে ধস নামে অজি শিবিরের। এরপর ১৯ রানের মধ্যে আরও ৬ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ১৮ রানে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১০৮ রানে ষষ্ঠ উইকেট হারায় অজি শিবির। আউট হন বেন ম্যাকডেরমাট। ১১৭ রানের মাথায় মিচেল মার্শের উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১২২ রানে আউট হন অ্যাস্টন আগর। অষ্টম, নবম ও দশম উইকেটের পতন ঘটে যথাক্রমে ১২৫, ১২৬, ১২৭ রানে। আউট হন যথাক্রমে ড্যান ক্রিস্টিয়ান, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড।

ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ম্যাচে জয় হাসিল করেছেন ক্যারিবিয়ানরা। বাকি চারটি ম্যাচ যথাক্রমে ১০, ১২, ১৪ এবং ১৬ জুলাই খেলা হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের মাটিতে তিনটি ওয়ান ডেও খেলবে অস্ট্রেলিয়া।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More AUSTRALIA News  

Read more about:
English summary
From 105 for 4 to 127 all out, sensational batting collapse for Australia