দেশের উত্তপূর্বের রাজ্যগুলি করোনা পরিস্থিতি অন্য বড় রাজ্যগুলির তুলনায় খারাপ। এর মধ্যে রয়েছে ত্রিপুরাও (tripura)। সেখানে দাপিয়ে বেড়াচ্ছে ডেল্টা প্লাস। ত্রিপুরা থেকে জিনোম সিকোয়েন্সের (genome sequence) জন্য পাঠানো নমুনার মধ্যে ৯০ শতাংশের বেশি ডেল্টা প্লাস (delta plis) বলে জানা গিয়েছে।
স্বাস্থ্য দফতরের নজরদারির দায়িত্বে থাকা দীপকুমার দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরাই হল উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে প্রথম যেখানে এত বেশি সংখ্যায় ডেল্টা প্লাসের নমুনা পাওয়া গিয়েছে। প্রসঙ্গ জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো ১৫১ টি স্যাম্পেলের মধ্যে ১৩৮ টি স্যাম্পেল ডেল্টা প্লাস বলে জানা গিয়েছে। তারপরেও নড়েচড়ে বসেছে বিপ্লব দেবের প্রশাসন। বাকি ১০ জন ডেল্টা এবং তিনজনের আলফা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। দেববর্মা জানিয়েছেন, জিনোম সিকোয়েন্সের জন্য নমুনা পাঠানো হয়েছিল কল্যাণীতে।
সরকারের তরফ থেকে এরপরেই ১৩ টি পুর এলাকায় সপ্তাহ শেষের কার্ফু জারি করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া করোনা নিশেধাজ্ঞা সোমবার সকাল ছটা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দিন ও রাতের আংশিক যে কার্ফু চলছিল তা ১৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
রাজ্যের আটটি জেলার মধ্যে পশ্চিম ত্রিপুরাতে ১১৫ জনে ডেল্টা প্লাস পাওয়া গিয়েছে। এরপরেই সিপাহীজলায় আটজন, গোমতীতে পাঁচজন, উনোকোটিতে ৪ জন এবং উত্তর ও দক্ষিণ ত্রিপুরায় দুজন করে, খোয়াই ও ধলাই জেলায় একজন করে করোনা রোগীর দেহে ডেল্টা প্লাসের জীবাণু পাওয়া গিয়েছে।
ত্রিপুরার স্বাস্থ্য দফতরের তরফ থেকে সাধারণ মানুষের কাছে করোনা বিধি মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। কেননা ডেল্টা প্লাস ডেল্টা সহ করোনার অন্য ভ্যারিয়েন্টের থেকে অধিক সংক্রমণের ক্ষমতা সম্পন্ন। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতাদের একাংশের ইচ্ছামত আচরণকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করা হয়েছে সরকারের তরফে। প্রসঙ্গত ত্রিপুরায় পজিটিভিটি রেট ৫.১৫ শতাংশ।
মুকুলকে পিএসির চেয়ারম্যান করার প্রতিবাদ, ধনখড়ের কাছে যাচ্ছে শুভেন্দুর নেতৃত্বে প্রতিনিধিদল
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!