জিম্বাবোয়ের বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতরানের পর টেস্ট ক্রিকেটকে কী বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশী ক্রিকেটার নিজেই নাকি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে ইএসপিএনক্রিকইনফোর (ESPNcricinfo) তরফে জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বিষয়টিক সত্যতা স্বীকারও করা হয়েছে বলে খবর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন বলে সূত্রের খবর। যদিও তাঁকে মাহমুদুল্লাহ সরাসরি কিছু জানাননি বলেও বক্তব্য নাজমুলের। জানিয়েছেন যে তাঁকে কেউ একজন ফোন করে বলেছেন যে ওই বাংলাদেশী ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন। নাজমুলের কথায়, হয়তো আবেগের বশেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মাহমুদুল্লাহ। ৩৫ বছরের ক্রিকেটারের পদক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।
এক বাংলাদেশী সংবাদমাধ্যম দেওয়া সক্ষাৎকারে নাজমুল হাসান জানিয়েছেন, জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট চলাকালীন মাহমুদুল্লাহ রিয়াদ দলের ড্রেসিং রুমে এ কথা জানিয়েছেন। বাংলাদেশী ক্রিকেট বোর্ডের সভাপতির কথায়, কেউ নিজের কেরিয়ারকে বিদায় জানাতেই পারেন। সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ম্যাচ চলাকালীন এমন সিদ্ধান্ত নিলে দলের ওপর তার প্রভাব পড়ে বলে জানিয়েছেন নাজমুল। সবমিলিয়ে বাংলাদেশী ক্রিকেটারের অবসরের সিদ্ধান্ত নিয়ে জল্পনা অব্যাহত।
জিম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ২৭০ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে ওই ইনিংস ৪৬৮ রানে টেনে নিয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ৪৯টি টেস্ট ম্যাচ খেলেছেন রিয়াদ। ২৭৬৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। চারটি শতরান সামিল রয়েছে। দেশের হয়ে ১৯৭টি ওয়ান ডে ও ৮৯টি টি২০ ম্যাচ খেলে যথাক্রমে ৪৪১০ ও ১৫০৭ রান করেছেন।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!