UFC 264-এর হাত ধরে ফের প্রকাশ্যে আসছেন ডোনাল্ড ট্রাম্প? দেখবেন বড় ম্যাচ?

Ultimate Fighting Championship বা UFC 264-এর হাই-ভোল্টেজ ম্যাচ দর্শকাসনে বসে দেখবেন ডোনাল্ড ট্রাম্প। লাস ভেগাসে রবিবার সকালে মোকাবিলা দেখতে ফের প্রকাশ্যে আসতে চলেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইটের তরফে এই খবর জানানো হয়েছে।

কনর ম্যাকগ্রেগর বনাম ডাস্টিন পোরিয়ের

আমেরিকার লাস ভেগাসের টি-মোবাইল এরিনাতে ফাইটার ডাস্টিন পোরিয়ারের মুখোমুখি হতে চলেছেন কনর ম্যাকগ্রেগর। ভারতীয় সময় রবিবার সকাল সাড়ে ৭টা থেকে দেখা যাবে এই ম্যাচ। ইউএফসি ২৬৪-এর লাইট ওয়েটে দুই ফাইটারের তৃতীয় বারের জন্য সাক্ষাৎ ঘটতে চলেছে। উল্লেখ্য করোনা ভাইরাসের কারণে ইউএফসি-র সব ম্যাচই হচ্ছে লাস ভেগাসের টি-মোবাইল এরিনা। কোভিড বিধি মেনেই সেখানে হাঅই-ভোল্টেজ মোকাবিলা অনুষ্ঠিত হতে চলেছে বলে জানানো হয়েছে।

থাকবেন ডোনাল্ড ট্রাম্প

ভারতীয় সময় রবিবার লাস ভেগাসের টি-মোবাইল এরিনাতে কনর ম্যাকগ্রেগর ও ডাস্টিন পোরিয়েরের মধ্যে হাই-ভোল্টেজ লড়াই দেখতে হাজির হবেন ডোনাল্ড ট্রাম্প। ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট এ কথা জানিয়েছেন। ট্রাম্পের অন্যতম অনুগামী হোয়াইটের কথায় লুকিয়ে নয়, বরং সকলের মধ্যে দর্শকাসনে বসেই খেলা দেখবেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।ইউএফসি প্রেসিডেন্টের পিছনেই ট্রাম্পকে বসতে দেখা যাবে বলে জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

২০২০ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাটিকের জো বাইডেনের কাছে গো হারা হেরে যান রিপালিকান ডোনাল্ড ট্রাম্প। ভোটে হেরে যাওয়ার পর কার্যত বিদ্রোহ ঘোষণা করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস ছাড়তে ট্রাম্প অস্বীকার করে দেন। শেষে সেনেটরদের নিদানে তিনি গদি ছাড়তে বাধ্য হন। এ নিয়ে আমেরিকার বিচ্ছিন্ন বিক্ষোভও হয়। সে সবের মধ্যে আচমকাই নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ইউএফসি ২৬৪-এর হাই-ভোল্টেজ ম্যাচ দেখতে তিনি সত্যিই লাস ভেগাসে এলে, সেটি হবে ট্রাম্প অন্যতম হাতেগোনা প্রকাশ্যে আসার দিন।

ইউএফসি ও ট্রাম্প

এবারেরটা নিয়ে গত কয়েক বছরের মধ্যে দ্বিতীয়বার ইউএফসি ম্যাচ দেখতে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৯ সালে আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় ম্যাডিসন স্কোয়ার গার্ডনে ইউএফসি ২৪৪-এর ম্যাচ দেখেছিলেন ট্রাম্প। আমেরিকার প্রথম রাষ্ট্রনেতা হিসেবে তিনি এই কাজ করে যেমন ইতিহাস রচনা করেছিলেন, তেমন এর মিশ্র প্রতিক্রিয়াও পেয়েছিলেন। সেই তখন থেকেই ইউএফসি-র নিবিড় সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের। সেখান থেকেই ডানা হোয়াইটের ঘনিষ্ট হন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More DONALD TRUMP News  

Read more about:
English summary
Former United States president Donald Trump will attend UFC 264 bout