উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১১ জুলাই রবিবার সকালের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ জুলাই সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া না হলেও, কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার নাগাদ আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বা দেওয়া হয়েছে। আগামী দিন পাঁচেকে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১১ জুলাই রবিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ জুলাই সোমবার সকাল পর্যন্ত সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৩ জুলাই মঙ্গলবার নাগাদ ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সাধারণভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন চাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৩.৯ (৩২.১)
বালুরঘাট ৩২.৮ (৩০.৪)
বাঁকুড়া ৩৩.১ (৩২.৯)
ব্যারাকপুর ৩৩.২ (৩৫)
বহরমপুর ৩৪.২ (৩৩.৬)
বর্ধমান ৩৬ (৩৪)
ক্যানিং ৩৩ (৩৩.৪)
কোচবিহার ৩৫.৪ (৩৫.৩)
দার্জিলিং ২০ (২২)
দিঘা ৩৪.৬ (৩৩.২)
কলকাতা ৩৩.১ (৩৪.২)
মালদহ (৩৪.৯)
পানাগড় ৩৩.৮ (৩৩.৭)
পুরুলিয়া ৩৩.৩ (৩১.৩)
শিলিগুড়ি ৩৪.৮ (৩৫.১)
শ্রীনিকেতন ৩৪.৬ (৩৩.৬)
ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা
আবহাওয়া দফতর জানিয়েছে উপকূল ওড়িশা এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে এই ঘূর্ণাবর্তের জেরে ১১ জুলাই পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
রাজ্যে রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উপকূল কর্নাটক, কেরল ও মাহেতে। এছাড়াও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, মেঘালয়, গুজরাত, কোঙ্কন, গোয়া, কর্নাটক, তামিলনাড়ু, পুরুচেরি, কাড়াইকালে। ভারী বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ, হিমালচ প্রদেশ, দক্ষিণ রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, , সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, উপকূল অন্ধ্র, তেলেঙ্গানা, রায়ালসীমা, লাক্ষাদ্বীপে।