মহারথীর দ্বৈরথে গ্যারি কাসপারভের সামনে বিশ্বনাথন আনন্দ, জানুন ফলাফল

দাবার জগতে বহুচর্চিত লড়াই বিশ্বনাথন আনন্দের সঙ্গে গ্যারি কাসপারভের। জাগরেবে ক্রোয়েশিয়া গ্র্যান্ড চেস ট্যুরে সেই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে মাত দিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার তথা অপর বিশ্বজয়ী দাবাড়ু বিশ্বনাথন আনন্দ।

সাদা ঘুঁটি নিয়ে এদিন খেলা শুরু করেছিলেন আনন্দ। ব্লিৎজ ইভেন্টের চতুর্থ রাউন্ডে আনন্দের প্রতিপক্ষ ছিলেন কাসপারভ। সিসিলিয়ান নাজডর্ফ ভ্যারিয়েশনে ৩০ চালেই জয় নিশ্চিত করেন আনন্দ। যদিও পরের রাউন্ডে আনন্দ হেরে গিয়েছেন শীর্ষ বাছাই রাশিয়ান ইয়ান নেপোম্নিয়াশ্চির কাছে।

পঞ্চম রাউন্ডের শেষে ১১.৫ পয়েন্ট নিয়ে আনন্দ রয়েছেন ষষ্ঠ স্থানে। এই ব্লিৎজ ইভেন্টের শুরুটা অবশ্য মোটেই ভালো হয়নি আনন্দের। হেরে গিয়েছিলেন ডাচ গ্র্যান্ডমাস্টার অনীশ গিরির কাছে। যদিও পরের রাউন্ডেই তিনি হারান পোল্যান্ডের জান-ক্রিশতোফ ডুডাকে। তৃতীয় রাউন্ডে আনন্দের প্রতিপক্ষ ছিলেন ফরাসি গ্র্যান্ডমাস্টার ম্যাক্সিম ভাচিয়ের-লাগ্রেভ। ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুজনকে। ব্যৃাপিড বিভাগে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ নয় পয়েন্ট নিয়ে শেষ করেছিলেন সপ্তম স্থানে থেকে। দুটিতে জিতেছিলেন, পাঁচটিতে ড্র এবং দুটিতে পরাজয়। গত বছরের মার্চের পর ফের কোনও ইভেন্টে দাবার বোর্ডের সামনে বসেছেন আনন্দ। আর সেখানেই কাসপারভের সঙ্গে তাঁর দ্বৈরথ ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। শেষ হাসি হাসলেন ভিশি-ই।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CHESS News  

Read more about:
English summary
Viswanathan Anand Beat Former World Champion Garry Kasparov In The Croatia Grand Chess Tour. Anand Was Placed Sixth After Five Rounds With 11.5 Points.
Story first published: Saturday, July 10, 2021, 23:01 [IST]