পরাস্ত প্লিসকোভা, উইম্বলডনে মহিলা সিঙ্গলস খেতাব জয় অ্যাশলে বার্টি-র

চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে কেরিয়ারের প্রথম উইম্বলডন খেতাব জিতলেন শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। ২০১৮ সালে ইউএস খেতাবের পর এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব। ১ ঘণ্টা ৫৬ মিনিটের লড়াই তিনি জিতলেন ৬-৩, ৬-৭ (৭-৪), ৬-৩ সেটে।

চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে কেরিয়ারের প্রথম উইম্বলডন খেতাব জিতলেন শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশ বার্টি। ২০১৯ সালে ফরাসি ওপেন খেতাবের পর এটি সিঙ্গলসে তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব। ইউএস ওপেনে ২০১৮ সালে ডাবলস গ্র্যান্ড স্ল্যাম খেতাব রয়েছে বার্টির।

— Wimbledon (@Wimbledon) July 10, 2021

তাঁর আইডল ইভন গোলাগং কাওলি উইম্বলডন খেতাব জেতার ৪১ বছর পর অস্ট্রেলিয়ার কোনও টেনিস খেলোয়াড় এই প্রথম উইম্বলডনে মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন। প্রথম সেট তিনি এদিন জিতে নেন মাত্র ২৮ মিনিটে ৬-৩ ব্যবধানে। দ্বিতীয় সেটে এক সময় ৩-১-এ এগিয়ে ছিলেন বার্টি। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে প্লিসকোভা ৩-৩ করেন, এরপর ফল দাঁড়ায় ৫-৫। সেখান থেকে টাইব্রেকে এক সময় ৬-২-এ এগিয়ে যান প্লিসকোভা। বার্টির ডাবল ফল্টের সুবিধা নিয়ে শেষে দ্বিতীয় সেট জিতে নেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস খেলোয়াড়, যিনি ছিলেন এবারের প্রতিযোগিতার অষ্টম বাছাই।

Emulating Pat Cash's climb to the players' box, compatriot @AshBarty continues the tradition as #Wimbledon champion 🇦🇺 pic.twitter.com/EdQh7rryeR

— Wimbledon (@Wimbledon) July 10, 2021

২০১২ সালের পর এই প্রথম উইম্বলডনে মহিলা সিঙ্গলস ফাইনালের ফয়সালা হল তৃতীয় সেটে। গত ১৫ বছরে এই নিয়ে দ্বিতীয়বার। তৃতীয় সেটে অবশ্য শুরু থেকেই দাপট নিয়ে খেলতে শুরু করেন বার্টি। ৩-০-তে এগিয়ে যান। ২০১৬ সালের ইউএস ওপেনের ফাইনালিস্ট প্লিসকোভা ১-৩ করলেও সার্ভ ব্রেক করতে না পারায় শেষরক্ষা করতে পারেননি। ফলে তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল। প্লিসকোভা যেখানে এস মেরেছেন ৬টি, সেখানে বার্টি সাতটি। বার্টির চেয়ে তিনটি বেশি আনফোর্সড এরর করেন প্লিসকোভা। ব্রেক পয়েন্ট যেখানে বার্টি আটটিতে ছটি জেতেন, সেখানে প্লিসকোভা জেতেন পাঁচটিতে চারটি। এবারের উইম্বলডন মহিলা সিঙ্গলসে পেল নতুন চ্য়াম্পিয়ন।

We couldn't imagine a more deserving champion 🤗#Wimbledon @ashbarty pic.twitter.com/MA8xNZWaF5

— Wimbledon (@Wimbledon) July 10, 2021

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More WIMBLEDON News  

Read more about:
English summary
Top Seed Ash Barty Beat Karolina Pliskova To Clinch First Ever Wimbledon Title. She Has Won Her Second Singles Grand Slam Title Since 2018 US Open.