বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এককাট্টা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের সঙ্গে এককাট্টা হলেন অস্ট্রেলীয়রা। ক্রিকেট মাঠে হাঁটু গেড়ে বসে এই ইস্যুতে বিশেষ বার্তা দিলেন অ্যারন ফিঞ্চ, মিচেল স্টার্করা। যা দেখে মুগ্ধ হয়েছে ক্রিকেট দুনিয়া। ম্যাচ হেরে যাওয়া অস্ট্রেলীয় ক্রিকেটারদের এই উদ্যোগ প্রশংসীত হয়েছেন।

বর্ণ বৈষম্যের বিরুদ্ধে অস্ট্রেলিয়া

বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এককাট্টা হলেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। সেন্ট লুসিয়ায় প্রথম দুই দলের প্রথম টি২০ ম্যাচ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের সঙ্গেই মাঠে হাঁটু গেড়ে বসেন অ্যারন ফিঞ্চ, মিচেল স্টার্করা। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অস্ট্রেলিয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিবৃতি

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে যে তাঁরা যে কোনও ধরনের বর্ণ বৈষম্যের বিরুদ্ধে। এ লড়াইয়ে গোটা বিশ্বের এককাট্টা হওয়া প্রয়োজন বলেও জানিয়েছে হলুদ জার্সিধারী দল। এ সংক্রান্ত সচেতনতা প্রচারেই তারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের সঙ্গে মাঠে হাঁটু গেড়ে বসেছে বলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তরফে জানানো হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের জয়

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি২০তে টসে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। হোম দলকে ব্যাট করতে পাঠায় অ্যাওয়ে টিম। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ২৮ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। তিনটি চার ও পাঁচটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেনে জশ হ্যাজেলউড। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৩১ বলে ৫১ রান করেও দলকে জেতাতে ব্যর্থ হন মিচেল মার্শ। পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকান ডান হাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট নেন ওবেদ ম্যাককয়। ৩ উইকেট নিয়েছেন হেডেন ওয়ালস জুনিয়র। ২ উইকেট নিয়েছেন ফ্যাবিয়ান অ্যালান।

অস্ট্রেলিয়ার ক্যারিবিয়ান সফর

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ম্যাচে জয় হাসিল করেছেন আন্দ্রে রাসেল। বাকি চারটি ম্যাচ যথাক্রমে ১০, ১২, ১৪ এবং ১৬ জুলাই খেলা হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের মাটিতে তিনটি ওয়ান ডেও খেলবে অস্ট্রেলিয়া।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More AUSTRALIA News  

Read more about:
English summary
Australian cricketers takes knee with West Indies to condemn racism