উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতায় জোর, কবে ইন্টারভিউ জানিয়ে দিল কমিশন

উচ্চ প্রাথমিকের জন্য এসএসসির শিক্ষক নিয়োগের উপর থেকে হাইকোর্টে স্থগিতাদেশ তুলে নেওয়ায় জট কেটেছে। দীর্ঘদিন পর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এসএসসির। শনিবার স্কুল সার্ভিস কমিশমনের চেয়ারম্যান ঘোষণা করেছেন, আগামী সপ্তাহ থকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। আদালতের নির্দেশমতো ১২ সপ্তাহের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কমিশন জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও পক্ষপাতহীন হবে। কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকার জানান, ২০১৬ সালে যাঁরা পরীক্ষা দিয়েছিলেনস এই তালিকায় সেই প্রার্থীদের নাম না থাকলে তাঁরা ফের আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করা যাবে, তাও জানিয়ে দিয়েছে কমিশন।

এসএসির চেয়ারম্যান জানান, তালিকায় কেউ বঞ্চিত হয়েছেন মনে করলে এসএসসি অফিসে এসে লিখিত আবেদন জমা দিতে হবে। রেজিস্ট্রি পোস্ট বা ইমেল করেও অভিযোগ জানানো যাবে। মঙ্গলবার ইমেল আইডি জানিয়ে দেওয়া হবে। ২০১৬ সালের পরীক্ষার্থীদের বয়স যদি ৪০ পেরিয়ে যায়, তাঁরাও আবেদন করতে পারবেন। বয়সে ছাড় পাবেন তাঁরা।

কমিশন জানিয়েছে, তালিকায় নাম না থাকা প্রার্থীরা মঙ্গলবার থেকে দু-সপ্তাহ সময় পাবেন অভিযোগ জানানোর জন্য। হাইকোর্ট যা যা নির্দেশ তা অক্ষরে অক্ষরে পালন করেই কমিশন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। এবং মুখ্যমন্রীা র নির্দেশ মেনে স্বচ্ছতা বজায় রেখে তা করা হবে বলে জানান কমিশনের চেয়ারম্যান।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More SCHOOL SERVICE COMMISSION News  

Read more about:
English summary
School Service Commission declares the interview date of teacher’s recruitment in West Bengal.
Story first published: Saturday, July 10, 2021, 20:36 [IST]