বালির প্রাসাদ
প্রতিনিয়তই পৃথিবীতে আশ্চর্য জনক সব জিনিস বানিয়ে চলেছেন শিল্পীরা। এরকমই একটি আশ্চর্য জনক জিনিস বালির প্রাসাদ। ক্ষন ভঙ্গুর এই বালি গিয়ে আস্ত প্রাসাদ বানিতে তাক লাগিয়ে দিয়েছিল একাধিক দেশ। তাতে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিল জার্মানি। প্রায় সাড়ে ১৭ মিটারের একটি প্রাসাদ তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছিল জার্মানরা। গিনেস বুকে নাম তুলেছিল জার্মানি।
সেরা ডেনমার্ক
সেই সেরার শিরোপা এবার ছিনিয়ে নিয়েছে ডেনমার্ক। ৫০০০ টন বালি প্রায় ২১ ফুটের একটি বালির প্রাসাদ তৈরি করে ফেলেছে সেই দেশ। পিরামিেডর আদলে তৈরি সেই বালির প্রাসাদ তৈরি করেছেন ডাচ শিল্পী উইলফ্রেড স্টিগার। তাঁকে এই কাজে সহযোগিতা করেছেন ৩০ জন বিশ্বের সেরা স্যান্ড আর্টিস্ট। িশল্পী জানিয়েছেন করোনা যে বিশ্বের উপর রাজত্ব করে চলেছে তার প্রতিরূপ হিসেবে প্রাদাসের শীর্ষে করোনার মডেলের উপর মুকুট পরানো হয়েছে।
করোনা রাজত্ব করছে
গোটা বিশ্বকে এখন পরিচালনা করছে করোনা ভাইরাস। যাকে বলে মানুষের উপর রাজত্ব করছে তারা। মানুষ কেমন ভাবে থাকবে, কোথায় যাবে, কী খাবে, কীরকম ভাবে চলাফেরা করবে সবটাই বলে দিচ্ছে এই করোনা ভাইরাস।
কতদিন স্থায়ী প্রাসাদ
অনেকেই প্রশ্ন করছে বালির প্রাসাদ কতক্ষণ স্থায়ী করতে পারবেন শিল্পী।তাঁর উত্তরও দিয়েছেন তিনি। বালি প্রাসাদের আয়ু বাড়াতে তাতে কাদা এবং আঠার প্রলেপ দেওয়া হয়েছে। যাতে শীত এবং গ্রীষ্ম,ঝড় ঝঞ্ঝা সামান দিতে পারে এই বালির প্রাসাদ তার জন্য ১০ শতাংশ কাদা ব্যবহার করা হয়েছে। তার সঙ্গে আঠার প্রলেপ দেওয়া হয়েছে।