করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে কলকাতা-উত্তর ২৪ পরগনায়, পরিসংখ্যান একনজরে

করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। করোনার তৃতীয় তরঙ্গের আগে উদ্বেগ বাড়ছে সেই দুই জেলাকে ঘিরেই। এছাড়া পশ্চিম মেদিনীপুর ও দার্জিলিং জেলা নিয়ে উদ্বিগ্ন রাজ্য। উত্তর ২৪ পরগনাকে টেক্কা পশ্চিম মেদিনীপুরে এগিয়ে গিয়েছিল দৈনিক সংক্রমণে। দার্জিলিংও টেক্কা দিয়েছিল কলকাতাকে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নেমে গিয়েছে। বাংলায় ৯৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৬ জন। উত্তর ২৪ পরগনায় ৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ও কলকাতা ফরে সবার শীর্ষে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৯০৪৮। এদিন কলকাতায় ৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৪৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০২৯৮৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১১৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৭২৬২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৬ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫২৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১১০৭৪জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৬৬০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৬৭ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৫১১৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯৩৬৮৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৮ জন। হুগলিতে ৬৪ জন বেড়ে আক্রান্ত ৮০৭৩৪ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ২১ জন, কোচবিহারে ৬৩ জন, দার্জিলিংয়ে ৭৭ জন, কালিম্পংয়ে ৪৭ জন, জলপাইগুড়িতে ৫৩ জন, উত্তর দিনাজপুরে ৬ জন, দক্ষিণ দিনাজপুরে ১১ জন, মালদহে ১১ জন, মুর্শিদাবাদে ৯ জন, নদিয়ায় ৫৮ জন, বীরভূমে ৮ জন, পুরুলিয়ায় ৪ জন, বাঁকুড়ায় ৫২ জন, ঝাড়গ্রামে ৩৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৭১ জন, পূর্ব মেদিনীপুরে ৮৩ জন, পূর্ব বর্ধমানে ৩৪ জন, পশ্চিম বর্ধমানে ২৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus infection of North 24 Pargana and Kolkata are again ahead. Purulia’s infection is lowest only four.
Story first published: Saturday, July 10, 2021, 19:52 [IST]