সোশ্যাল ডিসট্যান্সিং তুড়িতে উড়িয়ে, হরিদ্বারে ঠাঁই নাই দশা,গঙ্গাস্নানে হুড়োহুড়ি

হিমাচলের কেমটি ফলসের ভিড় দেখে ঘুম ছুটেছিল প্রশাসনের। একই অবস্থা হরিদ্বারে। সেকখানে হরকেপৌড়ি ঘাটে ভিড়ে ঠাসাঠাসি করে গঙ্গাস্নান করছেন সকলে। পূন্যার্থীদের উদ্যোম দেখে বোঝার উপায় নেই যে দেশে এখনও করোনার রয়েছে। তাঁরা ভুলেই গিয়েছেন করোনার কথা।

ডেল্টা-কাপ্পা ভ্যারিয়েন্টের উদ্বেগ

ইতিমধ্যেই দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ত্রিপুরায় ১৩৮ জনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। তার মধ্যে আবার আবার উত্তর প্রদেশে কাপ্পা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেেছ।ডেল্টার মতোই সংক্রামক এই কাপ্পা ভ্যারিয়েন্ট। উত্তর প্রদেশে ২ জনের শরীরে কাপ্পা ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। তাঁদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন রাজ্যে স্বাস্থ্য অধিকর্তা।

হরিদ্বারে পর্যটকদের ঢল

করোনা সংক্রমণ এখনও কমে যায়নি দেশে। লকডাউনের রাশ আলগা হতেই পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশের সিমলা, মানালিতে পর্যটকদের ভিড়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিমনা ম্যালে পর্যটকদের যেন মেলা বসেছে। মাস্ক ছাড়াই পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। তাতে আরও উগ্বেগ বেড়েছে প্রশাসনের।

কেমটি ফলসে ভিড়

হিমাচল প্রদেশেক কেমটি ফলস, রোটাং পাসে ভিড় করে রয়েছেন পর্যটকরা। গাড়ির লাইন পড়েছে রোটাং পাসে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শেষে পরিস্থিতি সামাল হিতে কেমটি ফলসে ৫০জনের বেশি পর্যচক প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশিকা জারি করেছেন একই ভাবে মানালিতেও কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। করোনা বিধি ভঙ্গ করলেই ৫০০০ টাকা জরিমানা এবং ৮ দিন জেল খাটতে হবে বলে নির্দেিশকা জারি করেছে জেলা প্রশাসন।

পরিস্থিতি সামাল দিতে কড়া প্রশাসন

পরিস্থিসি সামাল দিতে সপ্তাহান্তে মানালি প্রশাসন কোনও রকম গাড়ি এবং স্কুটারের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকী পর্যটকরা যাতে করোনা বিধি মেনে চলেন তার জন্য কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বলা হয়েছে যেভাবেই হোক ভিড় নিয়ন্ত্রণ করতে হবে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More HARIDWAR News  

Read more about:
English summary
Haridwar Harkepouri Ghat shows no social distancing while takeing bath in Ganga