বীরভদ্র সিংয়ের প্রয়াণে শোকবার্তা মোদীর, হিমাচলের ৬ বারের মুখ্যমন্ত্রীর জীবনাবসানে শোকস্তব্ধ দেশ

হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের এদিন জীবনাবসান হয়। ৮৭ বছর বয়সে সিমলায় প্রয়াণ হয় বীরভদ্র সিংয়ের। এদিকে, রাজ্যের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে হিমাচল জুড়ে ৩ দিনের শোকজ্ঞাপন দিবস ঘোষিত হয়েছে। তাঁর প্রয়াণে শোকবার্তা দিয়েছেন নরেন্দ্র মোদীও।

প্রসঙ্গত, হিমাচল প্রদেশের ৬ বারের মুখ্যমন্ত্রী ছিলেন এই দাপুটে নেতা। এছাড়াও ৯ বার নিজের কেন্দ্র থেকে দাপটের সঙ্গে জয় লাভ করে বিধায়ক হন এই হিমাচলের সন্তান। শোনা যায়, পর্যটক টানতে হিমাচল প্রদেশের বুকে বহু পদক্ষেপ নিয়েছিলেন এই কংগ্রেস নেতা। হিমাচলে গিয়ে বরফপাতে আটকে পড়া বহু বাঙালি পর্যটকে বিপদ থেকে বাঁচানোর ঘটনাও রয়েছে বীরভদ্র সিংকে ঘিরে। এমন এক নেতার প্রয়াণে শোকাহত রাজনৈতিকমহল থেকে সারা দেশ।

এদিকে রাজনৈতিকমহলের তরফে একাধিক নেতা মন্ত্রী বীরভদ্র সিংয়ের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শোকবার্তায় লেখেন, 'শ্রী বীরভদ্র সিংজির রয়েছে লম্বা রাজনৈতিক কেরিয়ার। যার সঙ্গে মিশে রয়েছে দাপুটে প্রশাসক ও বিধায়কের ক্ষমতা। তিনি হিমাচলের মানুষের সেবায় কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন। তাঁর প্রয়াণে শোকাহত। সমবেদনা তাঁর পরিবার ও সমর্থকদের।' মোদী ছাড়াও এদিন বীরভদ্র সিংয়ের প্রয়াণে একাধিক নেতা মন্ত্রীরা শোকবার্তা জানান।

More NARENDRA MODI News  

Read more about:
English summary
PM Narendra Modi condoles demise of Virbhadra Singh