মোট রোগীর সংখ্যা ৫২ শতাংশে পৌঁছে গিয়েছে
পরিসংখ্যান বলছে বর্তমানে আমেরিকায় যত পরিমাণ সক্রিয় রোগী রয়েছে তার অর্ধেকেই ডেল্টা স্ট্রেনে আক্রান্ত। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। এমনকী গত দু-সপ্তাহে আমেরিকায় যত পরিমাণ নমুনা পরীক্ষা করা হয়েছে তাঁর ৩০ শতাংশ আক্রান্তের ক্ষেত্রেই ডেল্টার উপস্থিতি ধরা পড়েছে। বর্তমানে তা বেড়ে ৫২ শতাংশে পৌঁছে গিয়েছে বলে জানাচ্ছে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ বিভাগ।
করোনা কেসের ২৮.৭ শতাংশ আলফার দখলে
এদিকে ভারতে প্রথম ডেল্টার খোঁজ মিললেও আমেরিকায় মিলেছিল আলফা স্ট্রেনের খোঁজ। কিছুদিন আগে পর্যন্তও এই আলফাই সবথেকে বেশি উদ্বেগের কারণ ছিল আমেরিকায়। কিন্তু বর্তমানে আমেরিকায় মোট করোনা কেসের ২৮.৭ শতাংশ আলফার দখলে। সেখানে দিনে দিনে ক্রমেই বাড়ছে ডেল্টার ক্ষমতা।
ভ্যারিয়্যান্ট অফ কনসার্ন
এদিকে গত মাসেই ডেল্টাকে ভ্যারিয়্যান্ট অফ কনসার্ন হিসাবে চিহ্নিত করেছে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ বিভাগ। এমনকী সেই অনুযায়ী চলছে কনট্যাক্ট স্ট্রেসিং, নমুণা পরীক্ষার কাজও। কিন্তু দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে উদ্বেগ। বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমের রাজ্য গুলিতে মোট করোনা আক্রান্তের ৩০ শতাংশের ক্ষেত্রেই ডেল্টা যোগ রয়েছে বলে জানা যাচ্ছে।
একনজরে আমেরিকার করোনা চিত্র
অন্যদিকে আমেরিকার মধ্য-পশ্চিমাঞ্চলে ৮০ শতাংশের বেশি ডেল্টা কেস সনাক্ত হয়েছে বলে খবর। তবে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কমবেশি প্রতিটি রাজ্যেই ডেল্টার খোঁজ মিলেছে বলে জানাচ্ছেন আমেরিকার স্বাস্থ্য কর্তারা। এদিকে এখনও পর্যন্ত বিশ্বে করোনা তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লক্ষ ৪৩ হাজারের কিছু বেশি। মারা গিয়েছেন ৬ লক্ষ ২১ হাজারের বেশি মানুষ।
যোগী রাজ্যেও ডেল্টা প্লাসের থাবা, আতঙ্কের আবহে তবে কী শীঘ্রই আছড়ে পড়ছে করোনার তৃতীয় ঢেউ?