সোনার দাম টানা ৬ দিনের মধ্যে আজ হু হু করে সস্তা, ৮ জুলাই কলকাতায় দর একনজরে

মার্কিন ডলার গত ৩ মাসে পোক্তভাবে উর্ধ্বমুখী হতে শুরু করেছিল। তার পাশে দাঁড়িয়ে আজ গত ৬ দিনের তুলনায় সোনার দাম পড়ে গেল হু হু করে। এদিন বাজার খুলতেই সোনার দামের গতি নিম্নমুখী হতে শুরু করে। পর পর ৬টি ট্রেডিং সেশনের পর এই প্রথম সোনার দাম লক্ষ্মীবারে পড়ে গেল। একনজরে দেখা যাক সোনা ও রুপোর দাম বাজারে কোথায় গিয়ে দাঁড়াল।

সোনার দাম ৮ জুলাই

সোনার দাম এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে অগাস্টের ফিচারে ট্রেড করছে অর্ধেক শতাংশ কমতিতে। ফলে ১০ গ্রামে সোনার দাম আজ ৪৭,৭৩৯ টাকা হয়েছে।

রুপোর দাম

এদিন সেপ্টেম্বরের সিলভার ফিউচারে ১ কেজিতে রুপোর দাম ০.৭ শতাংশ পড়েছে। ফলে সস্তা হয়েছে এক কেজিতে ৪৫৮ টাকা। এর জেরে বিয়ের মরশুমে রুপোর দাম ৬৮,৯০৭ টাকা হয়েছে। এর আগে , ৬৮,৩৬৫ টাকায় থেমেছে রুপোর দৌড়।

কলকাতায় সোনার দাম

৮ জুলাই গহনার সোনা ২২ ক্যারেটে ১০ গ্রামে হয়েছে ৪৬,২৫০ টাকা। হরমার্কে ২২ ক্যারেটের সোনা ১০ গ্রামে হয়েছে ৪৬,৯৫০ টাকা। পাকা সোনা ২৪ ক্যারেটে ১০ গ্রামে রয়েছে ৪৮,৬০০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,১৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,২৪০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৯৮০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৯৮০ টাকা। দিল্লিতে সোনার ২২ ক্যারেটে ৪৬,৮১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৮৬০ টাকা।

More GOLD News  

Read more about:
English summary
Gold Rate Today in Bengali, know price 8 July 2021 in Kolkata and India
Story first published: Thursday, July 8, 2021, 10:36 [IST]