মন্ত্রিসভার রদবদল
মন্ত্রিসভায় বড় রদবদল ঘটিেয়ছেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন মন্ত্রিসভায় একাধিক দলিত দলের প্রতিনিধিকে ঠাঁই দিয়েছেন তিনি। উত্তর প্রদেশ এবং কর্নাটকের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনেকটাই ঘুঁটি সািজয়েছেন তিনি। কিন্তু দলিত প্রতিনিধিদের জায়গা করে দিয়েও অনেককেই আবার চটিয়ে ফেলেছেন তিনি। এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
মন্ত্রিসভায় নেই নিশাদ পার্টি
উত্তর প্রদেশের অন্যতম আঞ্চলিক পার্টি নিশাদ পার্টি। তাঁদের কাউকেই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এতেই বেজায় চটেছেন নিশাদ পার্টির প্রধান সঞ্জয় নিশাদ। এমনকী তাঁর ছেেল সাংসদ প্রবীন নিশাদকেও মন্ত্রিসভায় সামিল করা হয়নি। এদিকে আপনা দলের অনুপ্রিয়া পাটেলকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন মোদী। তাতেই প্রবল অসন্তোষ প্রকাশ করে সঞ্জয় নিশাদ দাবি করেছেন যদি আপনা দলের অনুপ্রিয়া পাটেল মোদীর মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন তাহলে নিশাদ পার্টি কেন পারবে না।
নিশাদের হুঁশিয়ারি
সঞ্জয় নিশাদ রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন মোদী সরকার যদি শীঘ্রই নিজের ভুল শুধরে না নেন তাহলে বড় বিপদ অপেক্ষা করছে বিজেপির জন্য। বিধানসভা ভোটে বিজেপিকে আরও বিপদে পড়তে হবে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য উত্তর প্রদেশের গোরক্ষপুরে নিশাদ পার্টি হারিয়েছিল বিজেপিকে। একসময় নিশাদ পার্টি সমাজবাদী পার্টির সহযোগী ছিল।
খেলা কী ঘুরবে
নিশাদদের এই বিজেপি রোষের সুযোগ নিতে সময় নষ্ট করবে না সমাজবাদী পার্টি। এখন থেকে সপা ঘর সাজাতে শুরু করে দিয়েছে। বিএসপির একাধিক বিধায়ক যোগ িদতে শুরু করেছেন সপার দিকে। এবার যদি নিশাদরাএ সপার সঙ্গে হাত মেলায় তাহলে বিজেপি বিরোিধতায় শক্তি বাড়বে অখিলেশের।