বাবরের পাকিস্তানকে দ্বিতীয় সারির দল দিয়েই দুরমুশ করল স্টোকসের ইংল্যান্ড

ইংল্যান্ড সফরে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাবর আজমের পাকিস্তান। আজ কার্ডিফে দ্বিতীয় সারির দল নামিয়েই পাকিস্তানকে দুরমুশ করল বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

শ্রীলঙ্কা সিরিজের পর তিন ক্রিকেটার করোনা আক্রান্ত। চার সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত। তা সত্ত্বেও সিরিজ বাতিলের পথে হাঁটেনি ইংল্যান্ড। আইসিসি একদিনের আন্তর্জাতিকের ক্রমতালিকায় ছয়ে থাকা পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় দল তথা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ইংল্যান্ড দলে এদিন অভিষেক হয় ব্রাইডন কার্স, জন সিম্পসন, লুইস গ্রেগরি, ফিল সল্ট ও জ্যাক ক্রলি-র। পাকিস্তানের হয়ে এদিন প্রথম ম্যাচ খেললেন সাউদ শাকিল। বেন স্টোকস বাদে ইংল্যান্ড দলের বাকি ১০ জন ক্রিকেটার সম্মিলিতভাবে ২৬টি ওয়ান ডে খেলেছেন দেশের হয়ে। তাতেই পাকিস্তান ৩৫.২ ওভারে অল আউট হয়ে যায় ১৪১ রানে। ওয়ান ডে-তে বিশ্ব ক্রমতালিকায় একে থাকা বাবর আজম শূন্য রানে আউট হন। ফখর জামান ৪৭, শাদাব খান ৩০, শোয়েব মাকসুদ ২৯ ও মহম্মদ রিজওয়ান ১৩ রানে আউট হন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। শাকিব মাহমুদ ৪২ রানে ৪ উইকেট নেন। ক্রেগ ওভারটন ও ম্যাট পার্কিনসন নেন দুটি করে উইকেট। গ্রেগরির ঝুলিতে একটি উইকেট।

জবাবে ১৬৯ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ডেভিড মালান ৬৮ ও জ্যাক ক্রলি ৫৮ রানে অপরাজিত থাকেন। ইয়ন মর্গ্যানের জায়গায় নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচেই দলকে জেতাতে পেরে খুশি বেন স্টোকস। তিনি বলেছিলেন, দলে নবাগতদের শুধু বলেছিলাম, বেশি ভাবার কিছু নেই। কাউন্টিতে সকলে যেমন খেলেন সেভাবেই নিজেদের উজাড় করে দিতে। ম্যাচের সেরা হয়েছেন শাকিব মাহমুদ।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More ENGLAND News  

Read more about:
English summary
England's Second String Side Beat Pakistan By 9 Wickets In Cardiff. Ben Stokes-Led England Now Leading 3 Match Series 1-0.
Story first published: Thursday, July 8, 2021, 23:17 [IST]