ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে করোনার থাবা শ্রীলঙ্কা শিবিরে

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে করোনার থাবা শ্রীলঙ্কা শিবিরে। কলম্বোয় ভারত-শ্রীলঙ্কা একদিনের আন্তর্জাতিক সিরিজ শুরু ১৩ জুলাই থেকে। তার আগে করোনা আক্রান্ত হলেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কা ফেরার ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর নিঃসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে।

ফ্লাওয়ারকে অবশ্য এখন গোটা দলের থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে। ইংল্যান্ড থেকে ফেরার পর ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফ সকলেই কঠোর নিভৃতবাসে কাটাচ্ছেন। শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, আজই ফ্লাওয়ারের বাকিদের সঙ্গে করোনা পরীক্ষা করা হয়েছিল। তখনই রিপোর্ট পজিটিভ আসে। তাঁর মাঝারি ধরনের উপসর্গ রয়েছে। জিম্বাবোয়ে দলের প্রাক্তন ক্রিকেটার ফ্লাওয়ার শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে একদিনের আন্তর্জাতিক সিরিজ হারার পর ইংল্যান্ডে সাদা বলের ক্রিকেটে ওয়ান ডে ও টি ২০ সিরিজও হেরেছে শ্রীলঙ্কা। সফর চলাকালীন জৈব সুরক্ষা বলয় ভাঙায় তিন ক্রিকেটার আপাতত নির্বাসিতও রয়েছেন। তার পরেই ইংল্যান্ড দলের তিন ক্রিকেটার-সহ সাতজন করোনা পজিটিভ ধরা পড়েন। শ্রীলঙ্কার ক্রিকেটারদের দেশে ফিরতে দেরি হয় করোনা পরীক্ষা করাতে গিয়ে।

Batting Coach of the Sri Lanka National Team Grant Flower has tested positive for Covid 19.

He was found to be positive during a PCR test carried out on him today when Flower showed mild symptoms of the disease.https://t.co/2CiQhLGlXE

— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 8, 2021

ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের চুক্তি সংক্রান্ত জটিলতা মিটে যাওয়ায় সম্ভবত দ্বিতীয় সারির দল নামাতে হবে না ভারতের বিরুদ্ধে। ভারত দ্বিতীয় সারির দল পাঠানোয় অসন্তোষ প্রকাশ করেছিলেন বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ও বোর্ডকর্তা অর্জুন রণতুঙ্গা। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট রণতুঙ্গার দাবি মানতে চায়নি। এ প্রসঙ্গে আজ কিছু বলতে চাননি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিতে পারেন দাসুন শনকা। সেটা হলে গত চার বছরে তিনিই হবেন শ্রীলঙ্কার ষষ্ঠ অধিনায়ক। ২০১৯ সালে তাঁর অধিনায়কত্বে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে তিনটি ম্যাচই জিতেছিল শ্রীলঙ্কা।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More INDIAN CRICKET TEAM News  

Read more about:
English summary
Sri Lanka Batting Coach Grant Flower Tests Positive For COVID-19 Ahead Of India Series. Sri Lanka Are Set To Take On India In A Six-Match White-Ball Series Starting July 13.