Tokyo Olympics : কবে জাপান পৌঁছচ্ছেন ভারতীয় শুটাররা? মানতে হবে কোন বিধি?

অলিম্পিকে অংশ নিতে কবে টোকিও পৌঁছচ্ছেন ভারতীয় শুটাররা, তা দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের আবহে জাপানে পৌঁছে তাঁদের কোন কোন বিধির সম্মুখীন হতে হবে, তাও বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কবে টোকিও পৌঁছবেন ভারতীয় শুটাররা

সদ্য শেষ হওয়া আইএসএসএফ বিশ্বকাপে নেওয়া ভারতীয় শুটাররা এখন ক্রোয়োশিয়াতেই রয়েছেন। আগামী ১৬ জুলাই মনু ভাকর, সৌরভ চৌধুরীরা জাগরেব থেকে টোকিওর বিমান ধরবেন বলে জানানো হয়েছে। একদিন পর অর্থাৎ ১৭ জুলাই ভারতীয় শুটাররা জাপানের রাজধানী শহরে পৌঁছবেন বলে জানানো হয়েছে।

টোকিওয় মানতে হবে কোন বিধি

ভারতীয় শুটাররা বর্তমানে যে দেশে রয়েছেন, সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। ফলে ক্রোয়েশিয়া থেকে অলিম্পিক খেলতে যাওয়া ভারতীয় শুটারদের ক্ষেত্রে কোভিড বিধি কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান প্রশাসন। সৌরভ চৌধুরীদের টোকিও পৌঁছে কেবল তিন থেকে চার দিন কোয়ারেন্টাইনে থাকলেই হবে বলে জানানো হয়েছে। তার আগে ভারতীয় শুটারদের করোনা ভাইরাসের নেগেটিভ টেস্ট রিপোর্ট দেখাতে হবে বলেও খবর। তবে সংক্রমণ বেশি থাকায় ভারত থেকে টোকিও পৌঁছনো অ্যাথলিটদের মানতে হবে কড়া বিধি।

শুটারদের থেকে পদকের আশা

গত এক বছরে হওয়া বিভিন্ন বিশ্ব টুর্নামেন্টে পদক জয়ের নিরিখে বাকি দেশগুলিকে টেক্কা দিয়েছেন ভারতীয় শুটাররা। ক্রোয়েশিয়ায় হওয়া আইএসএসএফ বিশ্বকাপ থেকেও সোনা জিতেছে ভারতীয় দল। তারই প্রেক্ষিতে আগামী অলিম্পিকে মনু ভাকর, সৌরভ চৌধুরী, রাহি শার্নাবতের কাছ থেকে অনেক বেশি পদক আশা করছে দেশ। উল্লেখ্য এবার ভারত থেকে ১৫ জন শুটার অলিম্পিকে অংশ নিতে চলেছে। যা এখনও পর্যন্ত সর্বাধিক।

ভারতের মোট অ্যাথলিট সংখ্যা

সোমবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, টোকিও গেমসে অংশ নিতে চলেছেন দেশের ১২৬ জন অ্যাথলিট। তাঁদের সঙ্গে ৭৫ জন সাপোর্ট স্টাফও যাচ্ছেন বলে জানানো হয়েছে। সবমিলিয়ে ভারত থেকে মোট ২০১ জন টোকিওগামী বিমান ধরতে চলেছেন। আগামী অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় অ্যাথলিটদের মধ্যে ৫৬ শতাংশ পুরুষ ও ৪৪ শতাংশ মহিলা বলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। টোকিওগামী অ্যাথলিটদের মধ্য ৭৮ জন কোটার ভিত্তিতে যোগ্যতা অর্জন করেছেন। ২০২১ অলিম্পিকে ভারতীয়রা ৮৫টি পদক স্থানের জন্য লড়াই করবেন বলে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে।

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Indian athletes will leave for Tokyo to participate in Olympics on 16 July