অলিম্পিক শুরুর ২ সপ্তাহ আগে টোকিওয় জরুরি অবস্থা ঘোষণা, কারণটা জেনে নিন

করোনা ভাইরাসের সংক্রমণের দিকে তাকিয়ে অলিম্পিক শুরুর দুই সপ্তাহ আগে টোকিওয় জরুরি অবস্থা জারি করল জাপান প্রশাসন। অতিমারীর প্রভাব থেকে বাঁচতে গেমসের বিভিন্ন ইভেন্ট চলাকালীন স্টেডিয়ামে দর্শক প্রবেশের ওপরও রেখা টানতে চলেছে ইয়োশিহিদে সুগা সরকার। আর কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

স্টেট অফ ইমার্জেন্সি

টোকিওয় আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক। তার আগে করোনা ভাইরাসের সংক্রমণের দিকে তাকিয়ে জনপ্রিয় ওই শহরে জরুরি অবস্থা জারি করল জাপান সরকার। গেমস শুরুর ১৫ দিন আগে অর্থাৎ ৭ জুলাই থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। আগামী ২২ অগাস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বিধি। এই সময়ে নাগরিকদের সরকার আরোপিত কড়া আইন এবং বিধি মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। অতিমারীর আবহে অলিম্পিক সুষ্ঠুভাবে আয়োজন করার জন্যই তাঁদের এই পদক্ষেপ বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

দর্শক প্রবেশ নিয়ে কী সিদ্ধান্ত

করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় নড়েচড়ে বসেছে জাপান প্রশাসন। বুধবার এক সরকারি সূত্রের তরফে রয়টার্সকে জানানো হয়েছিল যে সংক্রমণ বাড়তে থাকায় গেমস চলাকালীন স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করার চিন্তাভাবনা চলছে। এ ব্যাপারে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাপান সরকার। তবে একেবারে দর্শকশূন্য স্টেডিয়ামে ইভেন্টগুলি হবে বলে মনে করে না ওয়াকিবহাল মহল।

জাপানো করোনা ভাইরাসের প্রভাব

জাপানে এখনও পর্যন্ত আট লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৮০০ জন। কেবল টোকিওতেই বুধবার নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২০ জন। যা ১৩ মে-র পর থেকে সর্বাধিক বলে জানানো হয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Japan declares emergency in Tokyo 2 weeks ahead of Olympics amid coronavirus