টোকিও অলিম্পিকে ওডিশা থেকে অংশ নিচ্ছেন দ্যুতি চাঁদ-সহ বেশ কয়েকজন ক্রীড়াবিদ। টোকিও রওনা হওয়ার আগে তাঁদের উৎসাহিত করলেন খোদ মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পদক জিতলে তাঁদের বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়ারও ঘোষণা করেছেন তিনি। পদক না মিললেও আর্থিক পুরস্কার দেওয়া হবে।
নবীন পট্টনায়ক জানিয়েছেন, অলিম্পিকে ওডিশার কেউ সোনা জিতলে তাঁকে দেওয়া হবে ৬ কোটি টাকা। রুপোজয়ীকে দেওয়া হবে ৪ কোটি টাকা। ওডিশার কেউ অলিম্পিক থেকে ব্রোঞ্জ আনলে তাঁকে দেওয়া হবে আড়াই কোটি টাকার আর্থিক পুরস্কার। এ ছাড়া অলিম্পিকে যাঁরা অংশ নিতে চলেছেন তাঁদের প্রত্যেককে ১৫ লক্ষ টাকা করে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে ওডিশা সরকার। অলিম্পিক গেমসের প্রস্তুতির জন্যই অলিম্পিকে যোগ্যতা অর্জনকারীদের এই অর্থ প্রদান করা হবে।
I would like to thank @Naveen_Odisha Sir for declaring Rs 6 cr, 4 cr and 2.5 cr for winning Gold, Silver and Bronze in Olympics. This type of announcement will boost us to perform better. @achyuta_samanta Sir@ianuragthakur Sir@sports_odisha pic.twitter.com/28b9MGnKNO
— Dutee Chand (@DuteeChand) July 8, 2021
টোকিওগামী দ্যুতি চাঁদ, প্রমোদ ভগত, দীপ গ্রেস এক্কা, নমিতা টপ্পো, বীরেন্দ্র লাকরা, অমিত রুইদাসদের সঙ্গে এদিন কথা বলে তাঁদের উৎসাহিত করেন নবীন পট্টনায়ক। বলেন, প্রত্যেকেরই অলিম্পিকে নামার স্বপ্ন থাকে। ফলে আপনারা সকলে ওডিশার যুবসমাজের রোল মডেল। আপনারা আপনাদের পরিবার এবং আমাদের সকলকে গর্বিত করেছেন। কঠোর পরিশ্রম, দৃঢ়সঙ্কল্প ও শৃঙ্খলাপরায়ণতা দেখিয়ে আপনারা দেশের জন্য পদক জিতবেন এই আশা রাখি।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওডিশার ক্রীড়ামন্ত্রী টি কে বেহরা। তিনিও ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সচিব ভি কে পান্দিয়ান ক্রীড়াবিদদের প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন। সকলে আলাদা করে মুখ্যমন্ত্রীর সামনে নিজেদের মতামত ব্যক্ত করেন এবং রাজ্য সরকারকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। প্রত্যেকে প্রত্যয়ী টোকিও অলিম্পিক থেকে পদক এনে রাজ্য তথা দেশকে গর্বিত করার বিষয়ে।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!