গত ২৪ ঘণ্টায় উত্তপ্ত ভূস্বর্গ। সেখানে জঙ্গি দমন অপারেশনে শেষ ২৪ ঘণ্টায় ৫ জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। একের পর এক ঘটনায় জঙ্গিদের পাকড়াও করতে গেলে তারা পাল্টা গুলি করে। জবাবে গুলি চালাতে বাধ্য হয় সেনা। ফলে এনকাউন্টার শুরু হয়। যার জেরে এদিন কার্যত চাঞ্চল্য ভূস্বর্গের একাধিক এলাকায়।
উল্লেখ্য, কাশ্মীরের জেহাদি নেটওয়ার্কে প্রবল ধাক্কা দিয়ে এদিন ভূস্বর্গ জুুড়ে একের পর এক এলাকায় তল্লাশি শুরু করে দিয়েছে নিরাপত্তাবাহিনী। এদিকে, জানা গিয়েছে, এদিন ভোরে পুলওয়ামার পুচাল এলাকায় প্রবল গুলি বর্ষণ হয়েছে দুই পক্ষের মধ্যে। শুধুমাত্র পুলওয়ামাতেই ২ জন জঙ্গি মারা গিয়েছে। আরও ২ জঙ্গিকে ট্র্যাপ করা হয়েছে বলে জানা যাচ্ছে। তারা এই মুহূর্তে গোপন আস্তানায় লুকিয়ে রয়েছে বলে খবর।
উল্লেখ্য কাশ্মীরের বুকে, জঙ্গি দমনে কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে প্রায় প্রতিদিন জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে আপডেট দেওয়া হয় টুইটারে। এদিনও জম্মু ও কাশ্মীর পুলিশ সেই খবর জানিয়েছে। সেই তথ্য় থেকেই জানা গিয়েছে যে এদিন পুলওয়ামার বুকে ২ জন অজ্ঞাত পরিচয় জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এদিকে মনে করা হচ্ছে যে কাশ্মীরের বুকের জেহাদি নেটওয়ার্কে এই জঙ্গি দমন অপারেশন একটি বড়সড় ভূমিকা পালন করছে।