বিশেষ দিনে ভাইরাল এমএস ধোনির নতুন লুক, পরিশেষে মাহিকে শুভেচ্ছা যুবির

বুধবার এমএস ধোনির ৪০তম জন্মদিন পালিত হয় বিশ্বজুড়ে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভেসেছেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক। একই দিনে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এমএস ধোনির নয়া লুক। দেরিতে হলেও ধোনিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি যুবরাজ সিং। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় উজ্জ্বল ক্রিকেট।

এমএস ধোনির নতুন লুক

বুধবার এমএস ধোনির ৪০তম জন্মদিন পালিত হয় বিশ্বজুড়ে। দেশের সর্বকালের সেরা অধিনায়ককে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহেই আরও একবার ভাইরাল হয়েছে মাহির নতুন লুক। গাল ভর্তি কাচা-পাকা দাঁড়ি, মোটা গোঁফ সহযোগে এক অন্য ধোনিকে দেখে উচ্ছ্বসিত হয়েছেন নেটিজেনরা। মুখে হাসি অমলিন মাহিরও।

ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া

অবশেষে যুবির শুভেচ্ছা

এমএস ধোনির ৪০তম জন্মদিনে তাঁকে বিশ্বের ক্রিকেট প্রেমীরা শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিলেও প্রাক্তন সতীর্থ যুবরাজ সিংয়ের দেরি দেখে নানা মহলে নানা প্রশ্ন তোলা হয়েছিল। মাহি এবং যুবির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এর আগেও সংবাদমাধ্যমে একাধিকবার লেখালেখি হয়েছে। এর পিছনে অনেক কারণও রয়েছে। যার মধ্যে অন্যতম ২০০৭ সালের টি২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক নির্বাচন। তখন ভারতীয় দলের অধিনায়ক হতে চেয়েছিলেন যুবরাজ। পরিবর্তে ধোনিকে নিবার্চন করা হয়েছিল। তাতে যে তিনি কিছুটা আঘাত পেয়েছিলেন, তা প্রকাশ্যেই জানিয়েছিলেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি অল রাউন্ডার। ধোনিকে যুবির জন্মদিনের শুভেচ্ছায় দেরি দেখে সেসব প্রশ্নই ক্রিকেট প্রেমীদের মনে আসা-যাওয়া করছিল। তবে শেষবেলায় টুইট করে সে বিতর্কে জল ঢেলে দিয়েছেন যুবরাজ নিজেই।

পাড়িক্কলের জন্মদিন পালন

৭ জুলাই এমএস ধোনির জন্মদিন। একই দিনে ধরায় আবির্ভাব ঘটেছিল দেশের উঠতি তারকা দেবদত্ত পাড়িক্কলের। যিনি বর্তমানে শিখর ধাওয়ান নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কা সফরে রয়েছেন। ফলে সেখানেই কেক কেটে পাড়িক্কলের জন্মদিন পালন করা হয়। সেই ভিডিও পোস্ট করেছে বিসিসিআই।

ভারত বনাম শ্রীলঙ্কা

আগামী ১৩ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে ক্রিকেট খেলবে বিরাট কোহলি, রোহিত শর্মাহীন ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে তিন ম্যাচের টি২০ ও ওয়ান ডে সিরিজ হবে। এর জন্য তুমুল প্রস্তুতি চলছে শিখর ধাওয়ান নেতৃত্বাধীন ভারতীয় দলের।

More MS DHONI News  

Read more about:
English summary
MS Dhoni's new look viral in social media on his 40th birthday