সৌরভ 'দাদি' নয় 'দাদা', বাঙালি হওয়া এত সহজ নয়! সচিনকে জ্ঞান দিল বাঙালি-নেটিজেন

বৃহস্পতিবার ৮ জুলাই সৌরভের জন্মদিন৷ নিজের ও সৌরভ গাঙ্গুলির একটি ছবি পোস্ট করে বাংলায় সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টার৷ সেই পোস্টে বাঙালি-নেটিজেনদের একাংশ সচিনকে বাংলা ভাষা শেখার পরামর্শ দিল।

কিন্তু কী এমন লিখেছিলেন সচিন, যার জন্য এই পরামর্শ?

পোস্টে সচিন লিখেছিলেন, ' আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।' এই পোস্টেই কিছু বাংলাদেশী ফলোয়ার এবং পশ্চিমবঙ্গের নেটিজেন মিলে সচিনকে বাংলা শেখার পরামর্শ দেন৷ কিন্তু কেন? কারণ তাদের বক্তব্য সৌরভ তো দাদা, দাদি হন কিভাবে! সচিন দাদাকে দাদি সম্বোধন করে ভুল করেছেন৷ তাই তাঁর বাংলা শেখার প্রয়োজন রয়েছে৷

শ্রেয়সী নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, শ্রেয়সী, 'দাদি!!!!! DADAI!!!!! ' প্রথমে বাংলাতে দাদি তারপর চারটা বিস্ময়সূচক চিহ্ন। তারপর আবার ইংরাজি ফন্টে লিখেছেন DADI আবার গোটা দশেক বিস্ময়সূচক চিহ্ন। বোঝাই যাচ্ছে সৌরভকে দাদি বলায় অবাক হয়েছেন শ্রেয়সী৷

রাজেশ দাস নামের আর এক ফেসবুক ব্যবহারি শুদ্ধ! হিন্দিতে কমেন্টে লিখেছেন, 'দাদাকে দাদি বোল দিয়া' সঙ্গে হাসির ইমোজি।

শুভম ঘোষ নামে সচিনের ফেসবুক পেজের এক ফলোয়ার, সচিনের পোস্টের স্ক্রিনশট নিয়ে সেটা কমেন্ট বক্সে পোস্ট করে লিখেছেন 'বাঙালি হওয়া অত সোজা না৷'

কেন 'দাদা'-কে 'দাদি' লিখলেন সচিন?

যারা সচিনে-দশকে ক্রিকেট দেখে বড় হয়েছেন কিংবা যারা নিয়মিত ভারতীয় ক্রিকেট ফলো করেন তাঁদের কাছে অবশ্য 'দাদি' নতুন শব্দ নয়। সচিন, সহবাগ, হরভজন, সহ মেন ইন ব্লু-র অনেকেই ভালোবেসে সৌরভ গাঙ্গুলিকে দাদি ডাকেন৷ তবে এই দাদি ডাকটার শুরু সচিনের কাছেই৷ একটি সাক্ষাৎকারে মাস্টার ব্লাস্টার জানিয়েছিলেন অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলার সময় সৌরভের সঙ্গে বন্ধুত্ব দৃঢ় হয় তাঁর। তখন থেকেই সৌরভকে দাদি ডাকতেন সচিন। জাতীয় দলে খেলার সময় এই বন্ধুত্ব আরও মজবুত হয়েছিল। ভারতের জার্সি গায়ে সচিন-সৌরভ জুটি একাধিক ক্রিকেটিয় রেকর্ড তৈরি করে গিয়েছেন।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More SACHIN TENDULKAR News  

Read more about:
English summary
Sourav is not 'Dadi' but 'DaDa', it is not so easy to be a Bengali! Bengali-netizens said in Sachin's post
Story first published: Thursday, July 8, 2021, 22:42 [IST]