শতদ্রু দত্তের উদ্যোগ
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৯তম জন্মদিনে তাঁর তীব্র অনুরাগী তথা ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দাদাকে শুভেচ্ছা দিতে দেখা গিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা, পার্থ জিন্দাল মতো শিল্পপতিদের। মহারাজকে অভিনন্দন জানিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, শিবসুন্দর দাস, দীপ দাশগুপ্ত সহ বাংলার অন্যান্য প্রাক্তন ক্রিকেটার ও ক্রীড়া সাংবাদিকরা। দেশের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আবির চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, কোয়েল মল্লিক, তনুশ্রী চক্রবর্তী, কনিনীকা বন্দ্যোপধ্যায় সহ বিনোদন জগতের অন্যান্য ব্যক্তিত্বরা। দাদাকে শুভেচ্ছা জানিয়েছেন শিল্পী শুভাপ্রসন্ন সহ অন্যান্য মহলের ব্যক্তিত্বরাও। মহারাজকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন শতদ্রু দত্ত নিজেও।
জন রাইট ও ঋষভ পন্থ
শতদ্রু দত্তের পোস্ট করা ভিডিওতেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে জন রাইটকে। এই দুই রথীর অসাধারণ যুগলবন্দিতেই ভারতীয় ক্রিকেটের সুদিন দেখেছিল বিশ্ব। দাদাকে ৪৯তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। কঠিন সময়েও যে তরুণ ক্রিকেটারের ওপর থেকে নিজের প্রত্যাহার করেননি, সেই পন্থ আজ সৌরভিত। উল্লেখ্য ক্যাপিটালসের মেন্টর থাকার সময় পন্থকে খুব কাছ থেকে দেখেছেন মহারাজ। ফলে তরুণ তারকার প্রতিভা নিয়ে বিসিসিআই সভাপতির মনে কোনও সংশয় নেই।
|
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এ রাজ্যেরই অন্যতম নক্ষত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে টলিউড নক্ষত্র লিখেছেন, 'তোমার প্রতিদিনই হোক মহারাজকীয়'। আপ্লুত হয়েছে সোশ্যাল মিডিয়া।
এক নজরে সৌরভের কেরিয়ার
দেশের হয়ে ১১৩টি টেস্ট, ৩১১টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই ফর্ম্যাটে তাঁর ব্যাট থেকে যথাক্রমে ৭২১২ ও ১১৩৬৩ রান এসেছে। দুই ফর্ম্যাটে মহারাজের শতরান সংখ্যা ৩৮। ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ২০০৮ সালে আন্তর্জাতিক স্তর থেকে অবসর ঘোষণা করেন।