উত্তরবঙ্গের বিভাজন দাবি করেছিলেন বার্লা
গতমাসে হঠাৎ করেই পৃথক উত্তরবঙ্গ রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করে বসেছিলেন জন বার্লা। তাঁর অভিযোগ ছিল দক্ষিণবঙ্গ সবসময় উত্তরবঙ্গকে অবহেলা করে এসেছে। উত্তরবঙ্গের রাজস্ব গিয়েছে দক্ষিণবঙ্গে। নিজের দাবি, উত্তরবঙ্গের মানুষের দাবি, বলেছিলেন জন বার্লা। তাঁর দাবির পাশে দাঁড়িয়েছিলেন, শিখা চট্টোপাধ্যায়ের মতো বিজেপির একাধিক বিধায়ক। তিনি বলেছিলেন, আলাদা রাজ্য হলেও উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়ন হবে। সংসদের অধিবেশন সুরু হলেই তিনি দাবি তুলবেন বলেও জানিয়েছিলেন।
পাল্টা আন্দোলনে নেমেছিল তৃণমূল
জন বার্লার দাবির প্রেক্ষিতে পাল্টা আন্দালনে নামে তৃণমূলে। রাজ্যের একাধিক জায়গায় আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এছাড়াও জন বার্লাকে যাঁরা সমর্থন করেছিলেন, তাঁদের বিরুদ্ধেও এফআইআর করে তৃণমূলের কর্মী সমর্থকরা।
মন্ত্রী হওয়ার পরে কড়া প্রতিক্রিয়া পার্থর
বুধবার জন বার্লা মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আক্রমণ করতে গিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিজেপি একটা অদ্ভুত রাজনৈতিক দল। কটাক্ষ করে তিনি বলেছেন, উত্তরবঙ্গ থেকে এমন একজনকে মন্ত্রী করা হল, থিনি বাংলাকে ভাগ করতে চান। তিনি আরও দাবি করেন, এর আগে পাহাড় নিয়েও এই ধরনের মদত দেওয়া হয়েছিল।
কড়া প্রতিক্রিয়া গৌতম দেবের
অন্যদিকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী গৌতম দেব বলেছেন, বাংলা ভাগের ধারনা উস্কে দেওয়ার জন্যই মন্ত্রী করে পুরস্কার দেওয়া হল। তিনি আরও বলেছেন জন বার্লার মতো একজন বিচ্ছিতাবাদীকে তারা কখনই প্রশ্রয় দিতে চান না। বাংলা ভাগের রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও জন বার্লাকে যে মন্ত্রকের দায়িত্বে আনা হয়েছে, তাতে উত্তরবঙ্গের সেরকম কোনও উন্নয়ন হবে না বলেও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ জন বার্লার
মোদী মন্ত্রিসভার মেগা সম্প্রসারণ। এই রাজ্য থেকে দুই মন্ত্রীকে বসিয়ে দিয়ে চারজনকে স্থান দেওয়া হয়েছে মন্ত্রিসভায় তাঁদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। বুধবার তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তারপর তাঁকে সংখ্যালঘু উন্নয়নমন্ত্রকের দায়িত্বের কথা জানানো হয়।