কখনও সাইকেল চালাচ্ছেন তো আবার কখনও গরুর গাড়িতে মদন মিত্র! কিন্তু কেন?

একে করোনা পরিস্থিতি অন্যদিকে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি! কার্যত ভয়ঙ্কর পরিস্থিতি মধ্যবিত্তের। বাজার থেকে গ্যাস সবকিছুর দাম ক্রমশ বাড়ছে। আর এর উপির গোঁদের উপর বিষ ফোঁড়ার মতো বেড়েই চলেছে জ্বালানির দাম। ইতিমধ্যে কলকাতায় সেঞ্চুরি করেছে পেট্রোলের দাম। একই পথে এগোচ্ছে ডিজেলের দামও।

গরুর গাড়িতে চড়ে পেট্রোলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মদন মিত্রর | Oneindia Bengali

জ্বালানির দাম ১০০ ছুঁলেও এখনও কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বরং জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে দায় রাজ্যগুলির উপরেই চাপাচ্ছে কেন্দ্রীয় সরকার। যদিও গত ২৪ ঘন্টা আগে এই বিষয়ে এক হাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিনব প্রতিবাদ মদন মিত্রের!

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে অভিনব প্রতিবাদ জানালেন কামারকাটির বিধায়ক মদন মিত্র। কখনও সাইকেল চালিয়ে তো আবার কখনও গরু গাড়িতে চড়ে প্রতিবাদ তাঁর। বেলঘড়িয়া-রথতলা থেকে এদিন সাইকেল চালিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তাঁর প্রতিবাদ জানান প্রাক্তন পরিবহন মন্ত্রী। এরপর গরু গাড়ি চালিয়েও করেন প্রতিবাদ। তাঁর দাবি, আগামিদিনে যেভাবে জ্বালানির দাম বৃদ্ধি হচ্ছে তাতে মানুষকে গন্তব্যে যেতে সাইকেল কিংবা গরু গাড়ি ব্যবহার করতে হবে। আর সেই শুরুটা তিনিই করলেন বলে জানিয়েছেন মদন।

কফিনের শেষ পেরেখ!

বিধায়ক মদন মিত্র এদিন আরও বলেন, ১০০ টাকা জ্বালানির দাম মানে বিজেপির কফিনে শেষ পেরেক। এই লড়াই শুরু হয়েছে । এখানে থামবে না, দিল্লিতে গিয়ে এই লড়াই থামবে বলে দাবি মদনের। তাঁর মতে, দিল্লিতে এমন দিন আসবে শ্যামাপ্রসাদের গলাতে মালা দেওয়ার জন্যে দিল্লিতে কেউ বিজেপির থাকবে না। তবে এদিন যে গরুর গাড়িতে করে প্রতিবাদ জানান মদন মিত্র। সেগুলির একটির নাম দেন তিনি। বলেন, একটার নাম অমিত শাহ আরেকটার নাম মোদী!

মন্ত্রীর বিধানসভায় যাত্রা সাইকেল চালিয়ে

কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০০ টাকা ২৩ পয়সা। এর প্রতিবাদে পথে নেমেছেন তৃণমূল কংগ্রেস সরকারের শ্রমমন্ত্রী বেচারাম মান্নাও। তিনি অভিনব প্রতিবাদে নিজের বিধানসভা কেন্দ্র সিঙ্গুর থেকে পাড়ি দেন বিধানসভার উদ্দেশ্যে। বুধবার বাজেট অধিবেশনে এভাবে অংশ নেন মন্ত্রী। এছাড়া যুব তৃণমূল কংগ্রেস গরুর গাড়ি নিয়ে কেষ্টপুরে অভিনব প্রতিবাদে সামিল হল। পেট্রোলের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধির পরও কেন্দ্রীয় সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই। প্রতিদিন দাম বাড়ছে। মন্ত্রী বেচারাম মান্না তারই প্রতিবাদ জানালেন এবার অভিনব কায়দায়। বাজেট অধিবেশনে যোগ দিতে তিনি আসবেন বিধানসভায়। বিধানসভায় পাড়ি দিতে তিনি এবার দু-চাকার শরণাপন্ন হন।

কোটি টাকা বাংলা থেকেই রোজগার হয়েছে

এই অবস্থায় কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, "সপ্তাহে চার বার করে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে। ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাংলা থেকেই রোজগার হয়েছে কেন্দ্রের। তোপ মমতার। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর সরকার মানুষের পকেট কাটছে বলেও এদিন তোপ দেগেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।। শুধু তাই নয়, মমতার দাবি, পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে নিজেদের পকেট ভরছে মোদী সরকার। বাসে-ট্রেনে চড়বেন কী ভাবে মানুষ? কৃষক চাষ করবেন কীভাবে?

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More MADAN MITRA News  

Read more about:
English summary
kamarhati mla madan mitra protest against petrol prices