ডিলার হওয়ার প্রাথমিক শর্তগুলি কী কী?
ডিলার হতে গেলে আবেদনকারীকে সর্বপ্রথম ভারতীয় হতে হবে। প্রবাসীদের ক্ষেত্রে আবেদন করার ন্যূনতম ৬ মাস আগে থেকে ভারতে থাকতে হবে আবেদনকারীকে। আবেদন করতে পারবেন ২১ থেকে ৫৫ বছর বয়সী নাগরিকরা। তফসিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হলেও জেনারেলের ক্ষেত্রে তা উচ্চমাধ্যমিক। গ্রামাঞ্চলে মাধ্যমিকের শংসাপত্র থাকলেও শহরাঞ্চলের আবেদনকারীকে স্নাতক, চ্যাটার্ড অ্যাকাউন্টেট, সংস্থার সেক্রেটারি, হিসাবরক্ষক বা ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী হতেই হবে
পাম্প গড়তে প্রয়োজন ১২-২৫ লক্ষ টাকা
নিয়মানুযায়ী,পেট্রোল পাম্পের ডিলারশিপ পেতে সর্বনিম্ন ১২ থেকে ২৫ লক্ষ টাকার প্রয়োজন। সরকার অনুমোদিত যেকোনো উপায়ে গচ্ছিত অর্থই এক্ষেত্রে গ্রাহ্য হবে বলে জানাচ্ছেন আধিকারিকরা। পেট্রোল পাম্প স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল জমি নির্বাচন। নিজস্ব জমি না থাকলে অন্যের জমির শর্তাধীন মালিকানা এনওসি শংসাপত্রের মাধ্যমে নেওয়া আবশ্যক। শহরাঞ্চলে ক্ষেত্রে যেকোনো মূল রাস্তা এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে জাতীয় সড়কের থেকে দূরে জমি নির্বাচন প্রয়োজনীয়।
আবেদনের খরচ কেমন?
পেট্রোল পাম্পের ডিলারশিপ নিতে গেলে শহরাঞ্চলে আবেদনের খরচ ১০০০ টাকা ও গ্রামাঞ্চলে ১০০ টাকা। তফসিলি জাতিভুক্তরা এক্ষেত্রে ৫০% ছাড় পেয়ে থাকেন। মূলত ডিমান্ড ড্রাফটের (ডিডি) মাধ্যমে এই অর্থ গ্রহণ করে তৈল সংস্থা। সংস্থার থেকে জমি লিজ নিয়ে পাম্প খুলতে গেলে গ্রামাঞ্চলে ৫০ লক্ষ ও শহরাঞ্চলে ১.৫ কোটি টাকা ডিলারশিপ বাবদ দিতে হয়। লাইসেন্সের ক্ষেত্রে "বি"/"ডিসি" স্থানে মোটর স্পিরিটের জন্য ১৮টাকা/কিলোলিটার ও হাইস্পিড ডিজেলের জন্য ১৬টাকা/কিলোলিটার দিতে হয়, "এ"/"সিসি" স্থানে মোটর স্পিরিট বাবদ ৪৮টাকা/কিলোলিটার ও হাইস্পিড ডিজেলে প্রতি কিলোলিটারে ৪১টাকা জমা দিতে হয়।
লটারির মাধ্যমে ডিলার নির্বাচন?
তৈল মার্কেটিং সংস্থা ওরফে ওএমসি গুলি বিভিন্ন সংবাদপত্র ও নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপন দেখে আগ্রহীরা যোগাযোগ করেন সংস্থার সাথে। আবেদনকারীর সংখ্যা অধিক হলে লটারির মাধ্যমে নির্বাচন চালায় সংস্থাগুলি। নির্বাচিতদের জিএসটি প্রদান ও নতুন কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য জিএসটিআইএন নম্বর নিতে হয়। মূলত পেট্রোল পাম্প ডিলার চয়নের (petrolpumpdealerchayan) ওয়েবসাইট থেকেও নাম অন্তর্ভুক্ত করতে পারেন আগামীর ডিলাররা।
প্রায়ই স্বপ্নে শঙ্খ দেখেন? তবে শীঘ্রই আপনি বিপুল সম্পত্তির মালিক হতে চলেছেন