দেশের ১৪ টি ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আরবিআই, নেপথ্যে কোন কারণ

দেশের ১৪ টি ব্য়াঙ্কের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল আরবিআই। এই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হয়ে আরবিআই জানিয়েছে এই ব্যাঙ্কগুলিকে জরিমানা ধার্য করেছে।

যে সমস্ত ব্যাঙ্কের উপর এই জরিমানা ধার্য করা হয়েছে তারমধ্যে এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, বন্ধন ব্যাঙ্ক রয়েছে। জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে একাধিক নিয়ম লঙ্ঘন করেছে এই ব্যাঙ্কগুলি। যার জরিমানা স্বরূপ এি বন্দোবস্ত নেওয়া হয়েছে। এনবিএফসি সংক্রান্ত ঘটনার জেরে রিজার্ভ ব্য়াঙ্কের তরপে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ব্যাঙ্ক ফিনান্স টু নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কম্পানিজ সংক্রান্ত আইন ও লেন্ডিং টু নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কম্পানিস সংক্রান্ত আইনের লঙ্ঘন করেছে এই ১৪ টি ব্যাঙ্ক। এমনই অভিযোগ রয়েছে আরবিআইয়ের।

ভারতীয় আইনের ধারা ৪৬,৪৭ ও ৫১ এর বিভিন্ন ধারায় এই অভিযোগে ব্যাঙ্কগুলিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আরবিআই। জানা গিয়েছে, এই নির্দিষ্ট ব্যঙ্কগুলিকে একটি নির্দিষ্ট সংখ্যক টাকার জরিমানা দিতে হবে। এই কাঠগড়া থাকা ব্যাঙ্কের তালিকায় রয়েছে বন্ধন ব্যাঙ্ক, এসবিআই, ব্যাঙ্ অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, ইন্দাস আইএনডি ব্যাঙ্ক,কারুর বৈস্য ব্যাঙ্ক, কর্ণাটকা ব্যাঙ্ক সহ একাধিক ব্যাঙ্ক।

More RBI News  

Read more about:
English summary
RBI imposes a monetary penalty on 14 banks for non-compliance