মোদী সরকারে আগামী ভূমিকা নিয়ে সন্দিহান, মন্ত্রিসভা থেকে ইস্তফা শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ারের

বদলাচ্ছে মোদী মন্ত্রিসভার খোলনলচে। দ্বিতীয় দফায় সরকার গঠনের পর বুধবারই প্রথমবার মন্ত্রিসভা সম্প্রসারণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। এদিকে মোট ৫৭ জন মন্ত্রী নিয়ে মোদী সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এর মধ্যে ২৪ জন ক্যাবিনেট, ৯ টি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ২৪ জন প্রতিমন্ত্রী ছিলেন। এবার মোট ৪৩ জন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বলে জানা যাচ্ছে। এবার সেই সম্প্রসারণের আগেই পুরনো মন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন শ্রম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার। এদিন সকালেই তাঁর পদত্যাগের কথা প্রথম শোনা যায়।

পরে সংবাদমাধ্যমের কাছে তিনি পদত্যাগের কথা স্বীকারও করেন। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে বিশেষ বাক্যালাপ করতে চাননি তিনি। এমনকী আগামীতে মোদী সরকারে এই বর্ষীয়ান রাজনীতিবিদের কী ভবিষ্যত হবে সে বিষয়েও তিনি নিজেও সন্দিহান। অন্যদিকে সন্তোষ গাঙ্গওয়ারের সঙ্গেই এদিন পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কও।

সরে দাঁড়িয়েছেন সদানন্দ গৌড়াও। পদত্যাগ করেছেন বাংলার মন্ত্রী দেবশ্রী চৌধুরীও। সূত্রের খবর, বুধবার সন্ধ্যা ছ'টার সময় শপথগ্রহণ করতে চলেছেন নতুন মন্ত্রীরা। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে সকল নেতার আরটিপিসিআর টেস্ট হয়েছে। এদিকে নতুন মন্ত্রীদের নাম নিয়ে জল্পনার অন্ত নেই দিল্লির অন্তরে। সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন ১৩ জন আইনজীবী, ৫ জন ইঞ্জিনিয়র ও ৬ জন চিকিৎসক।

এদিকে মোদীর নতুন মন্ত্রিসভায় বাংলা থেকে দু-নেতার ভাগ্যে শিঁকে ছিঁড়তে পারে বলে মনে করা হচ্ছে। মন্ত্রীত্ব পেতে পারেন সাংসদ সুভাষ সরকার। উনিশের লোকসভাল ভোটে তাঁর হাত ধরেই জঙ্গলমহলে ভালো করেছিল বিজেপি। যদিও একুশের ভোটে তিনি ফের হতাশ করেন। অন্যদিকে মন্ত্রীত্ব পেতে পারেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। জায়গা পেতে পারেন নিশীথ প্রামানিকও।

More BJP News  

Read more about:
English summary
Modi's cabinet reshuffles, Labor Minister Santosh Gangwar resigns before expansion