শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে জল্পনা বাড়ালেন রাজীব
রাজীব বন্দ্যোপাধ্যায় ফেসবুকে নাম না করে নিজের দল বিজেপির সমালোচনা করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা বন্ধ করে আত্মসমালোচনা করার পরামর্শ দিয়েছেন বিজেপিকে। কথায় কথায় রাষ্ট্রপতি শাসনের ভয় দেখানো বন্ধ করতে বলেছেন। তা নিয়ে কম সমালোচনা হয়নি। এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনেও তিনি জল্পনা বাড়ালেন।
শ্যামাপ্রসাদের ক্ষেত্রে কোনও উচ্চবাচ্য নেই রাজীবের
মঙ্গলবার ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনটি আড়ম্বরপূর্ণভাবে পালন করছে বিজেপি। কিন্তু বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় নিষ্ক্রিয়ই রইলেন। ফেসবুকেও তিনি নীরব। রাজীব অন্যান্য মনীষীদের ক্ষেত্রে ফেসবুকে শ্রদ্ধা অর্পণ করলেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্ষেত্রে কোনও উচ্চবাচ্য করতে দেখা গেল না তাঁকে।
ঘরে ফেরা বিজেপিকর্মীদের মুখেও রাজীবের সমালোচনা
ডোমজুড়ে তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের কাছে হেরে গিয়েছেন প্রাক্তন সেচ ও বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই তিনি বেসুরো বাজছেন। বিজেপির কোনও কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছে না। এমনকী ডোমজুড়ে ঘরে ফেরা বিজেপিকর্মীদের মুখেও শোনা গিয়েছে রাজীবের নামে সমালোচনা করতে। ঘরছাড়া থাকার সময় রাজীবকে তাঁরা পাশে পাননি বলে অভিযোগ করেছেন কর্মীরা।
রাজীবের ফেসবুক স্ট্যাটাস নিয়ে সমালোচনায় বিজেপি
সেসব এড়িয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে নীরব থাকার বিষয়টি রাজ্য বিজেপি নেতৃত্ব ভালোভাবে নেননি। তাঁদের নজর এড়ায়নি রাজীবের নীরব থাকার বিষয়টি। বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা করেন বাংলার মানুষ। রাজীব নীলষষ্ঠী থেকে চড়কপুজো সবেতেই ফেসবুকে স্ট্যাটাস দেন। অথচ নীরব থাকেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বেলায়।