Exclusive: মন্ত্রিত্ব না পাওয়াতে ক্ষোভ সৌমিত্রের! যুব মোর্চার পদ থেকে ইস্তফা দিচ্ছেন বিজেপি সাংসদ

জল্পনার তালিকাতে তাঁর নামও ছিল। একাধিকবার দিল্লিতে তাঁকে তলবও করা হয়। কিন্তু শেষবেলায় বাতিল হয়ে যায় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা-য়ের নাম। আর তাতেই ক্ষোভ। আর সেই ক্ষোভ প্রকাশ্যে উগরে দিলেন সাংসদ।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার যুব মোর্চার পদ থেকে ইস্তফা দিচ্ছেন বিজেপি সাংসদ। তবে দল তিনি ছাড়ছেন না বলেই এক্সক্লিসিভ সাক্ষাৎকারে ওয়ান ইন্ডিয়া বাংলাতে জানিয়েছেন সৌমিত্র খাঁ। তাঁর সাফ জবাব, 'আমরা রাস্তায় থাকি, তাই আমাদের মন্ত্রী করার দরকার পড়ে না।'

বিস্তারিত আসছে...

More SOUMITRA KHAN News  

Read more about:

soumitra khan

English summary
BJP MP resigns from Yuva morcha post, angry over not getting cabinet ministry?