দুপুর হতেই আকাশ কালো করে প্রবল মেঘের গর্জন, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস

সকালের দিকে আকাশ মেঘলা। আর দুপুর হতে না হতেই প্রবল মেঘের গর্জন কলকাতা-সহ আশপাশের এলাকায়। বিভিন্ন সময়ে অবহাওয়া দফতর (weather office) জানিয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি এবং আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ জুন শুক্রবার সকাল পর্যন্ত জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ জুলাই শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। তবে কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.২ (২৫.৩)
বালুরঘাট ( ২৭.৬)
বাঁকুড়া ২৬.৯ ( ২৫.৯)
ব্যারাকপুর ২৮.৪ ( ২৮)
বহরমপুর ২৪.৪ (২৫.২)
বর্ধমান ২৬ ( ২৪.৬)
ক্যানিং ২৭.৬ (২৭)
কোচবিহার ২৭.১ (২৬.৮)
দার্জিলিং ১৭ ( ১৬.২)
দিঘা ২৮.৪ ( ২৮.১)
কলকাতা ২৮.৩ (২৮.৩)
মালদহ ২৭.৪ ( ২৮.১)
পানাগড় ২৭.৬ (২৬.৮)
পুরুলিয়া ২৫.৫ (২৬.১)
শিলিগুড়ি ২৬.৪ ( ২৫.৮)
শ্রীনিকেতন ২৭.১ (২৬.৭)

More WEATHER News  

Read more about:
English summary
Weather report of Kolkata and West Bengal for 07 July, 2021 in Bengali
Story first published: Wednesday, July 7, 2021, 14:40 [IST]