শেফালি ভার্মা
চলতি বছরের গোড়া থেকেই প্রতি মাসের সেরা ক্রিকেটারদের ভোটিংয়ের মাধ্যমে নির্বাচন করে আইসিসি। প্রতি মাসেই প্রথমে ছয়জন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়। জুন মাসে ঘোষিত ক্রিকেটারদের তালিকায় উল্লেখযোগ্য নাম শেফালি ভার্মা। ব্রিস্টলে ভারত ফলো অনে বাধ্য হয়েও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ড্র রাখতে পেরেছিল। সেই টেস্টে সেরা ক্রিকেটার হন শেফালি ভার্মা। টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে মাত্র চার রানের জন্য শতরান হাতছাড়া করেছিলেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে এবং বিশ্বের চতুর্থ মহিলা ক্রিকেটার হিসেবে ১৭ বছরের শেফালি দুই ইনিংসেই অর্ধশতরান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে আউট হন ৬৩ রানে। টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ভারতীয় মহিলাদের মধ্যেও শেফালির এই রানই সর্বোচ্চ। জুন মাসে দুটি একদিনের আন্তর্জাতিকে শেফালি ৫৯ রান করেন। টনটনে কেরিয়ারের দ্বিতীয় ওয়ান ডে-তে তিনি করেন ৪৪।
স্নেহ রানা
শেফালির যেমন জুনে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অভিষেক হল, তেমনই আগে দেশের হয়ে একদিনের আন্তর্জাতিক খেললেও ব্রিস্টলেই প্রথম টেস্টটি খেলেন স্নেহ রানাও। এই অলরাউন্ডারও নিজের জায়গা অনেকটাই পাকা করে ফেললেন ইংল্যান্ড সফরে। ব্রিস্টলে প্রথম ইনিংসে ২ রানের বেশি করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ১৫৪ বলে ৮০ রান করে টেস্টটিকে ড্রয়ের দিকে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্নেহ রানা। প্রথম ইনিংসে বল হাতে ১৩১ রানের বিনিময়ে ৪টি উইকেটও নিয়েছিলেন। জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক খেলেন, সেই ম্যাচে নেন ১ উইকেট। পরের ম্যাচটি জুলাইয়ের ৩ তারিখ হওয়ায় সেই ম্যাচের পারফরম্যান্স এই তালিকায় ঠাঁই না পেলেও মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন স্নেহ। স্নেহ ও শেফালির সঙ্গে দৌড়ে রয়েছেন ইংল্যান্ডের সোফি এক্লেসটোন। ভারতের বিরুদ্ধে টেস্টে ২০৬ রানের বিনিময়ে দুই ইনিংসে তিনি আট উইকেট নেন। প্রতি ইনিংসে নেন চারটি করে উইকেট। জুনে ভারতের বিরুদ্ধে দুটি একদিনের আন্তর্জাতিকে প্রতিটিতে তিনি নিয়েছেন তিনটি করে উইকেট।
এগিয়ে কনওয়ে
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রয়েছেন জুনের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়়ে। তাঁরা হলেন ডেভন কনওয়ে এবং কাইল জেমিসন। ইংল্যান্ডে টেস্ট অভিষেকেই লর্ডসে ডাবল সেঞ্চুরি হাঁকান কনওয়ে। এরপর ভারতের বিরুদ্ধে ফাইনাল-সহ পরের দুটি টেস্টেও অর্ধশতরান আসে নিউজিল্যান্ডের এই ওপেনারের ব্যাট থেকে। সবমিলিয়ে জুন মাসে তিনটি টেস্টে তাঁর মোট রান ৩৭৯। গড় ৬৩.১৬। ফলে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে কনওয়ে এগিয়ে।
বাকি যাঁরা লড়াইয়ে
নিউজিল্যান্ডের কাইল জেমিসনও স্বপ্নের ফর্মে ছিলেন ভারতের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। ফাইনালের সেরাও নির্বাচিত হন। বিরাট কোহলিকে দুই ইনিংসে আউট করার পাশাপাশি পেয়েছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থের উইকেট। এমনকী কামাল দেখান ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টেও। জুন মাসে দুটি টেস্ট খেলে ১৭.৪০ গড়ে ১০টি উইকেট পেয়েছেন জেমিসন। কনওয়ে ও জেমিসনের সঙ্গে দৌড়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৪১ ও দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৯৬। টেস্ট সিরিজে মোট করেন ২৩৭ রান, গড় ১১৮.৫০। ক্যারিবিয়ান সফরে টি ২০ সিরিজে ১৩৫ রান এসেছে ডি ককের ব্যাট থেকে। তবে এই তালিকায় ঠাঁই হয়নি বিরাট কোহলির দলের কারও নামই।