নতুন কৃষক নিধি প্রকল্প
ভোটের আগে কৃষকবন্ধু প্রকল্পে টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর। রাজ্যের কৃষকদের জন্য নতুন কৃষকনিধি প্রকল্পের বরাদ্দের কথা ঘোষণা করলেন বাজেট অধিবেশনে। ২০২১-র ১৭ জুন প্রকল্পটি নতুন করে চালু করা হয়েছে। এই প্রকল্পে যাঁদের কৃষিজমির পরিমান ১ করের বেশি তাঁরা ১০,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার। আগে এই প্রকল্পে ৫০০০ টাকা দেওয়া হত। আর ১ একরের কম জমি রয়েছে যে কৃষকদের তাঁদের ৪ হাজার টাকা করে বার্ষিক আর্থিক সাহায্য করা হবে। আগে ২ হাজার টাকা করে দিত রাজ্য। খরিফ ও রবি মরশুমে দুটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। এছাড়াও ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনও কৃষক কোনও কারণে মারা গেলে তাঁদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড
একুশের ভোটের আগে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই প্রকল্পটি সূচনা করে ফেলেছেন রাজ্যে। ৩০ জুন থেকে অনলাইনে শুরু হয়েছে আবেদন গ্রহন। নাম মাত্র সুদে সরকার ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা করে দেবে। ৪ শতাংশ হারে ছাত্রছাত্রীরা সুদ দেবে বাকি সুদের টাকা সরকার দেবে। চাকরি পাওয়ার ১ বছরের মধ্যে সেই সুদের টাকা সরকারকে দিতে হবে। ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত এই ক্রেডিটকার্ডের সুবিধা পাবে ছাত্রছাত্রীরা।
দুয়ারে রেশন
দুয়ারে সরকারের সাফল্যের পরেই দুয়ারে রেশন প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনে সেই প্রকল্পের কথা উল্লেখ করে প্রতিশ্রুতি রেখেছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে দুয়ারে রেশন প্রকল্পটি। বেশ কিছু জেলায় এই প্রকল্প শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
লক্ষ্মীর ভাণ্ডার
মমতা সরকারের আরেকটি নতুন প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পে বাড়ির মহিলাদের হাত খরচ বাবদ ৫০০ টাকা করে দেওয়া শুরু করবে রাজ্য সরকার। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ১০০০ টাকা করে পাবেন আর যাঁরা তপশিলিজাতি-উপজাতির নন তাঁরা মাসে ৫০০টাকা করে দেওয়া হবে। ভোটের আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা। তবে কবে থেকে এই প্রকল্পের সূচনা হবে তা উল্লেখ করা হয়নি।