একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৮২। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ০৮ হাজার ২২৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৮৫০। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১৭।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ০৮ হাজার ২২৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৬ হাজার ৬৫৫ জন। এদিন ৬২০ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৫৮৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৭৩ হাজার ৭১৮ জন।
রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ৬৩ হাজার ৯৪০। ১২৪টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪৭, ১৮৯ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ২.০৮ শতাংশ (মঙ্গলবার যা ছিল ২.০৮ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১,৬১, ৮২২ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫৩:৪৭।
সংক্রমণ বেশি পশ্চিম মেদিনীপুরে
আক্রান্তের হার পশ্চিম মেদিনীপুরে সব থেকে বেশি (১০২)। তারপরেই রয়েছে দার্জিলিং (৯৫)। কলকাতায় করোনা আক্রান্ত ৩,০৮, ৮০২। এদিন ৮৫ জন আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত আক্রান্ত ৩,১৬, ৯৭৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৪ জন। কলকাতার পার্শ্ববর্তী হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬৬ ও ৪৪ জন।