তিন ফর্ম্যাটে ধোনির ম্যাচ জয়ের পরিসংখ্যান
ভারতীয় দলের হয়ে ৬০টি টেস্ট, ১৯৯টি ওয়ান ডে ও ৭২টি টি২০-তে নেতৃত্ব দিয়েছেন এমএস ধোনি। টেস্ট ফর্ম্যাটে ২৭টি ম্যাচ জেতার পাশাপাশি ১৮টি হেরেছে ধোনির দল। অধিনায়ক হিসেবে ১১০টি ওয়ান ডে জেতার পাশাপাশি ৭৪টি ম্যাচ হেরেছেন। টি২০-তে ভারতকে ৪১টি ম্যাচ জিতিয়েছেন অধিনায়ক ধোনি। ২৮টি ম্যাচে তাঁর হার হয়েছে।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ
২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতীয় দলকে ৩৩১টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমএস ধোনি। যা এখনও পর্যন্ত সর্বাধিক। ক্রমতালিকার দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিং অস্ট্রেলিয়াকে ৩২৪টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। নিউজিল্যান্ডকে ৩০৩টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেওয়া স্টিফেন ফ্লেমিং রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।
অধিনায়ক হিসেবে বেশি ফাইনাল জয়
টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে মোট ৬টি সীমিত ওভারের আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন এমএস ধোনি। তার মধ্যে চারটি ক্ষেত্রে জয় হয়েছে ভারতের। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ, ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ সামিল রয়েছে। একই তালিকায় থাকবে পাকিস্তানি কিংবদন্তি ইমরান খান ও অস্ট্রেলিয় লিজেন্ড রিকি পন্টিংয়ের নাম। যাঁরা দেশকে চারটিসীমিত ওভারের আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে নেতৃত্ব দিয়েছেন এবং সবকটি জেতাতে সক্ষম হয়েছেন।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কা
দেশের অধিনায়ক হিসেবে তিন ফর্ম্যাট মিলিয়ে ২০৪টি ছক্কা হাঁকিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যা বিশ্বে সর্বাধিক। ক্রমতালিকার দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিং অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকাকালীন ১৭১টি ছক্কা হাঁকিয়েছেন। একই প্রেক্ষাপটে ১৭০টি ছক্কা এসেছে ব্রেন্ডন ম্যাকালামের ব্যাট থেকে।
অধিনায়ক হিসেবে ওয়ান ডে রান
ভারতের অধিনায়ক হিসেবে ওয়ান ডে রানের নিরিখে বিশ্ব ক্রমতালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এমএস ধোনি। যিনি দেশের হয়ে ১৯৯টি ৫০ ওভারের ম্যাচ খেলে ৬৬৩৩ রান করেছেন মাহি। ৬টি শতরান সামিল রয়েছে। তালিকার প্রথম স্থানে থাকা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ২৩০টি ম্যাচ খেলে ৮৪৯৭ রান করেছেন। এই পর্বে তালিকার প্রথম স্থানে থাকা অজি কিংবদন্তির ঝুলিতে রয়েছে ২২টি শতরান।