মোদীর হাতে কোন মন্ত্রক?
দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি নরেন্দ্র মোদী পেলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রক। এমন দাবি করছে সূত্রেষ এদিকে রাষ্ট্রপতিভবনের উল্লেখ করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে,মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস -এর দায়িত্বে রয়েছেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, এদিন মোদী মন্ত্রিসভা নিজের কলেবর বাড়িয়েছে ৫২ জন সদস্য থেকে ৭২ জনে। সেখানে অসামরিক বিমান পরিবহন থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রে নতুন মন্ত্রীর নাম ঘোষিত হয়েছে।
অমিত শাহ কোন ভূমিকায়
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার নয়া দায়িত্বে। তিনি এবার সামলাবেন মিনিস্ট্রি অফ কো অপরেশনের নয়া দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পাশাপাশি তিনি এবার নতুন দায়িত্বে থাকছেন। ফলে অমিত শাহের দিকে রয়েছে নজর।
বাংলার মন্ত্রীরা কোন মন্ত্রকে?
কোচবিহার থেকে প্রথম কেউ কেন্দ্রীয় মন্ত্রী হলেন নিশীথ প্রামাণিকের হাত ধরে। মোদী মন্ত্রিসভার এই সর্ব কনিষ্ঠ সদস্য পেয়েছেন অমিত শাহের ডেপুটির পদ। ফলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ পেলেন।সঙ্গে রয়েছে যুব ও ক্রীড়ামন্ত্রকের প্রতিমন্ত্রী পদ। সুভাষ সরকার পেলেন শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ। জন বার্লা পেলেন সংখ্যালঘু মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ। কেন্দ্রীয় জাহাজ বিষয়ক প্রতিমন্ত্রী হলেন শান্তনু ঠাকুর।
স্বাস্থ্য থেকে শিক্ষা কার কার হাতে?
স্বাস্থ্যমন্ত্রকের নয়া মন্ত্রী হলেন মনসুখ মান্ডিয়া। শিক্ষা মন্ত্রীর পদে এলেন ধর্মেন্দ্র প্রধান। আইআইটির প্রাক্তনী অশ্বিনী বৈষ্ণু পেলেন রেল মন্ত্রক। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পেলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। আবাসন ও নগরোন্নয়ন পেলেন হরদীপ সিং পুরী। এই মন্ত্রকের সঙ্গে মিশে রয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক।