|
বীরেন্দ্র শেহওয়াগ
দিলীপ কুমারের প্রয়াণে আবেগতাড়িত হয়ে তাঁর সিনেমার সংলাপ লিখে শোকপ্রকাশ করেছেন বীরেন্দ্র শেহওয়াগ। প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার। দিলীপ সাবকে মহান মানুষ বলেও আখ্যা দিয়েছেন বীরু।
|
ভিভিএস লক্ষ্মণ
দিলীপ কুমারের প্রয়াণে শোক জ্ঞাপন করতে গিয়ে ভিভিএস লক্ষ্মণ লিখেছেন যে এক যুগের অবসান হল। কিংবদন্তির প্রয়াণ বিশ্ব সিনেমার প্রেক্ষিতে বড় ক্ষতি বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। দিলীপ কুমারের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন লক্ষ্মণ।
|
হর্ষ ভোগলে
দিলীপ কুমারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন হর্ষ ভোগলে। লিখেছেন, কিংবদন্তি ছিলেন মহান অভিনেতা, দুর্দান্ত কেরিয়ার এবং অনেকের অনুপ্রেরণা। স্বর্ণ যুগের আরও এক মহীরুহ পতনে তিনি যে শূণ্যতা অনুভব করছেন, তাও জানাতে ভোলেননি জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার।
|
বিজেন্দ্র সিং
দিলীপ কুমারকে ইউসুফ খান বলে সম্বোধন করেছেন ভারতীয় বক্সার বিজেন্দ্র সিং। কিংবদন্তির আত্মার শান্তি কামনা করেছেন ভারতীয় ক্রীড়াবিদ। ভাইরাল হয়েছে সেই বার্তা।
|
সচিন তেন্ডুলকর
দিলীপ কুমারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সচিন তেন্ডুলকর। লিখেছেন যে কিংবদন্তি অভিনেতার মতো দ্বিতীয় কেউ আসবেন না। মাস্টার ব্লাস্টারের কথায়, ভারতীয় সিনেমায় দিলীপ কুমারের অবদান তুলনাহীন। দেশ প্রয়াত অভিনেতার শূন্যতা অনুভব করবেন বলে জানিয়েছেন সচিন। দিলীপ সাহাবের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কিংবদন্তি ক্রিকেটার।