মোদী মন্ত্রিসভায় নিশীথ সহ ৪ বাঙালির নাম, ৪৩ জনের সম্পূর্ণ তালিকা একনজরে

২০১৯ সালে শুরু হয়েছিল মোদী মন্ত্রিসভার ২.০ এর পথচলা। এরপর বহু অধ্যায় পেরিয়ে পর পর নির্বাচন, কোভিড পরিস্থিতি, রাজনৈতিক পর্ব পেরিয়ে ২০২১ সলের ৭ জুলাই সন্ধ্যে ৬ টা নাগাদ আনুষ্ঠানিকভাবে মোদী মন্ত্রিসভা ২.০ এর মেগা পরিবর্তন হতে চলেছে। ইতিমধ্যেই মন্ত্রিসভা থেকে প্রায় ১০ এর ও বেশি মন্ত্রী পদত্যাগ করেছেন। ইস্তফা দিয়েছেন দেবশ্রী চৌধুরী থেকে বাবুল সুপ্রিয়। এরপর ৪৩ জন নতুন মন্ত্রীর নামের তালিকা প্রকাশ্যে এসেছে। যাতে জায়গা পেয়েছেন বাংলার ৪ নেতা। একনজরে দেখা যাক এই তালিকা।

৪৩ জন মন্ত্রীর নাম

মোদীর মন্ত্রিসভায় আজ যাঁরা শপথ বাক্য পাঠ করে জায়গা পেতে চলেছেন, তাঁদের নামের তালিকা একনজরে-

১শ্রী নারায়ণ তাতু রানে
২.শ্রী সর্বানন্দ সোনোয়াল
৩. ডাঃ বীরেন্দ্র কুমার
৪.শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া
৫.শ্রী রামচন্দ্র প্রসাদ সিং
৬. শ্রী অশ্বিনী বৈষ্ণব
৭. শ্রী পশুপতি কুমার পারস
৮. শ্রী কিরেন রিজিজু
৯. শ্রী রাজ কুমার সিংহ
১০.শ্রী হরদীপ সিং পুরী
১১.শ্রী মনসুখ মন্দাভিয়া
১২.শ্রী ভূপেন্দ্র যাদব
১৩.শ্রী পুরুষোত্তম রুপালা
১৪.শ্রী জি কিষণ রেড্ডি
১৫.শ্রী অনুরাগ সিং ঠাকুর
১৬.শ্রী পঙ্কজ চৌধুরী
১৭. অনুপ্রিয়া সিং প্যাটেল
১৮. সত্যপাল সিং বাঘেল
১৯.শ্রী রাজীব চন্দ্রশেখর
২০. শোভা করন্দলাজে
২১.শ্রী ভানু প্রতাপ সিং ভার্মা
২২. দর্শনা বিক্রম জারদোশ
২৩. মীনাক্ষি লেখি
২৪. অন্নপূর্ণা দেবী
২৫.শ্রী নারায়ণস্বামী
২৬.শ্রী দক্ষল কিশোর
২৭.শ্রী অজয় ভট্ট
২৮.শ্রী বিএল ভার্মা
২৯.শ্রী অজয় কুমার
৩০.শ্রী চৌহান দেবসিং
৩১.শ্রী ভগবন্ত খুবা
৩২.শ্রী কপিল মোরেশ্বর পাতিল
৩৩. প্রতিমা ভৌমিক
৩৪. সুভাষ সরকার
৩৫. ভগবত কিশনরাও করাদ
৩৬. রাজকুমার রঞ্জন সিং
৩৭.. ভারতী প্রবীণ পাওয়ার
৩৮.শ্রী বিশ্বেশ্বর টুডু
৩৯.শ্রী শান্তনু ঠাকুর
৪০. মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই
৪১.জন বার্লা
৪২.এল মুরুগান
৪৩.নিশীথ প্রামাণিক

মোদী নিলেন ক্লাস!

এদিকে, মোদী মন্ত্রিসভা সম্প্রসারণের আগে এদিন নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বিশেষ বৈঠক হয় এই প্রসঙ্গে। সেখানে ডাক পাঠানো হয় সম্ভাব্য মন্ত্রীদের। শোনা যাচ্ছে সেখানেই মোদী কার্যত ক্লাস নেন নয়া মন্ত্রীদের।

বাংলার ৪ মন্ত্রী

যে ৪৩ জন মন্ত্রীর নাম এদিন মোদী মন্ত্রিসভার সম্প্রসারণে আসে, তাঁদের মধ্যে রয়েছেন বাংলার চার জন বিজেপি নেতা নেত্রী। রয়েছেন ডক্টর সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, প্রতীমা ভৌমিক, শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের পদত্যাগের পর মন্ত্রিসভায় সুভাষ সরকারের মতো চিকিৎসকের পদার্পণ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

নয়া চমক

এদিন প্রাকশিত ৪৩ জনের নামের তালিকায় বড় চমক হিসাবে থাকছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ইতিমধ্যেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও সর্বানন্দ সোনোয়াল দিল্লিতে তাঁদের বাসভবন থেকে রওনা হয়ে গিয়েছেন বলে খবর।

More NARENDRA MODI News  

Read more about:
English summary
Modi cabinet reshuffle, list of 43 Ministers who are going to take oath, 4 Bengali leaders are there